উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিনয় জগতে খ্যাতি অর্জন করছিলেন। বা বলা ভালো, কেরিয়ারে সেরা সময় কাটাচ্ছিলেন। তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি দ্য সবরমতী রিপোর্ট পর্যন্ত বক্স অফিসে ভালোই ব্যবসা করছে। কিন্তু এ কী? সেই সাফল্য উপভোগ করার আগেই অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়ে ফেললেন বিক্রান্ত মাসে (Vikrant Massey Announces Retirement)! তাও মাত্র ৩৭ বছর বয়সে।
কী জানালেন অভিনেতা? সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিক্রান্ত (Vikrant Massey) লিখেছেন, ‘হ্যালো, বিগত কিছু বছর দুর্দান্ত কেটেছে। আপনাদের এত সাপোর্টের জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। কিন্তু যত এগোচ্ছি জীবনে তত বুঝতে পারছি, ঘরে ফিরতে হবে। স্বামী হিসেবে, বাবা হিসেবে, ছেলে হিসেবে এবং একজন অভিনেতা হিসেবেও। তাই আগামী ২০২৫ সালে আমাদের একে অন্যের সঙ্গে শেষবার দেখা হবে। আবার যতদিন না সঠিক সময় আসছে। শেষ দুটো ছবি আর অনেক বছরের স্মৃতি। সবাইকে ধন্যবাদ সব কিছুর জন্য। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব।’
View this post on Instagram
বিক্রান্তের এই পোস্টে হতবাক তাঁর ভক্তরা। সূত্রের খবর, বিক্রান্ত বর্তমানে দুটো কাজ করছেন। তিনি এখন যে দুটো ছবি নিয়ে ব্যস্ত সেগুলো হল ইয়ার জিগরি এবং আঁখো কী গুস্তাখিয়া। তবে অনেকে আবার মনে করছেন, এটা নেহাতই পাবলিসিটি স্টান্ট হতে পারে। বা কোনও ব্র্যান্ডের প্রচার।