হরিশ্চন্দ্রপুর: জনপ্রতিনিধি দম্পতিকে এলাকায় দেখা যায় না। হয়নি কোনও উন্নয়ন। যার জেরে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি তৃণমূল কর্মীরা। তাঁরা একজোট হয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান। শনিবার সকাল ১১টা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ঘরোট গ্রামে ঘটনাটি ঘটেছে।
গ্রামবাসীদের অভিযোগ, পানীয় জল ও রাস্তাঘাট নিয়ে সমস্যা রয়েছে। অথচ পঞ্চায়েত সমিতির সদস্য তথা খাদ্য কর্মাধ্যক্ষ কেরামুদ্দিন আহমেদ ও তাঁর স্ত্রী পঞ্চায়েত সদস্যা আনগেজ বেগমকে এলাকায় দেখা যায় না। বাম আমল থেকেই স্বামী-স্ত্রী দুজনেই পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসছেন। বর্তমানে স্বামী শাসক দলের পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ। স্ত্রী স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা। আড়াই দশকের বেশি সময় তাঁরা জনপ্রতিনিধি থাকলেও এলাকায় কোনও উন্নয়ন হয়নি। এদিন শাসকদলের ওই দুই জনপ্রতিনিধির বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান গ্রামবাসী ও স্থানীয় তৃণমূল কর্মীরা। তাঁদের হুমকি, ওই স্বামী-স্ত্রী এবার ভোটে দাঁড়ালে তাঁরা ভোট বয়কট করবেন। এমনকি ঝাঁটাপেটা করারও হুঁশিয়ারি দিয়েছেন। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন কেরামুদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, এগুলি বিরোধীপক্ষের ষড়যন্ত্র।