উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জল্পনার সূত্রপাত বহুদিন ধরেই। অবশেষে সেই জল্পনাতেই পড়ল সিলমোহর। রাজনীতির আঙিনায় পা রাখলেন ভারতের দুই কুস্তিগীর ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া। বুধবার দিল্লিতে রাহুল গান্ধির হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন এই দুই কুস্তিগীর। পরের মাসে হরিয়ানা বিধানসভা নির্বাচনে দু’জনেই প্রার্থী হচ্ছেন।
কংগ্রেস সূত্রে খবর, ভিনেশ ফোগাট প্রার্থী হতে পারেন হরিয়ানার ঝুলনা আসনে। অন্যদিকে, বজরং পুনিয়া প্রার্থী হবেন বদলি আসনে। এই আসনটি কংগ্রেসেরই দখলে রয়েছে। কংগ্রেস শিবির আশা প্রকাশ করেছে, এই দুই তারকা কুস্তিগীর দলে যোগ দেওয়ার ফলে হরিয়ানার মানুষেরা আরও কাছে টেনে নেবে কংগ্রেসেকে। হরিয়ানায় কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন ফোগাট, তারফলে কৃষকদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে।
আগামী ৫ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন। এ রাজ্যের বর্তমান শাসকদল বিজেপিকে শিকড় সমেত উপড়ে ফেলতে মরিয়া কংগ্রেস। তাই আম আদমি পার্টির সঙ্গে জোট নিয়ে আলোচনা শুরু করেছে রাহুলের দল। সূত্রের খবর, হরিয়ানায় ১০টি আসনে লড়তে চায় আপ। তবে কংগ্রেস নেতৃত্ব সাতটির বেশি আসন দিতে প্রস্তুত নয়। এই পরিস্থিতিতে এই দুই তারকা কুস্তিগীর কংগ্রেসে যোগ দেওয়ায় আরও মজবুত হল হাত শিবির।
অন্যদিকে, গত সপ্তাহে হরিয়ানা-দিল্লি সীমান্তে কৃষকদের আন্দোলনস্থলে গিয়েছিলেন ভিনেশ ফোগাট। আন্দোলনকারীদের ‘সন্তান’ বলে নিজেকে ব্যখ্যা দিয়েছিলেন। যদিও দিন কয়েক আগে, রাজনীতিতে যোগদান প্রসঙ্গে ভিনেশ বলেছিলেন, ‘বড়দের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব।’ এখন দেখার এই দুই কুস্তিগীরের ওপর ভরসা রেখে হরিয়ানার মানুষের মন পায় কিনা কংগ্রেস শিবির।