নয়াদিল্লি: কুস্তির আখড়া থেকে রাজনীতিতে নামতে পারেন ভিনেশ ফোগট, এমন একটি ইঙ্গিত ছিলই। এমনকি হরিয়ানার আসন্ন নির্বাচনেও অলিম্পিয়ান কুস্তিগিরকে লড়তে দেখা যেতে পারে বলে জল্পনা জোরদার হয়েছে। সেই জল্পনা আরও উসকে দিয়েছেন ভিনেশ নিজেই। তিনি জানিয়েছেন, লড়াই তো সবে শুরু। রবিবার হরিয়ানার সর্বখাপ পঞ্চায়েত আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সোনার পদক দিয়ে সম্মান জানানো হয় ভিনেশকে। সেই পদক গলায় ঝুলিয়ে তারকা কুস্তিগির ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন, ‘আমার লড়াই মোটেই শেষ হয়নি, বরং সবে শুরু হয়েছে। দেশের মেয়েদের মর্যাদা ফেরানোর লড়াই চলবে। যন্তরমন্তরে ধর্নায় বসেও একই কথা বলেছিলাম।’
এই মন্তব্যের পরেই চর্চা শুরু হয়, তাহলে কি রাজনৈতিক ময়দান থেকেই এবার লড়াই চালিয়ে যাবেন প্রতিবাদী ভিনেশ? ফোগট পরিবারের ঘনিষ্ঠ একজনকে ভিনেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘রাজনীতিতে নামতেই পারেন ভিনেশ। সম্ভবত হরিয়ানার বিধানসভা নির্বাচনে বোন ববিতা ফোগটের বিরুদ্ধে লড়তে দেখা যাবে ভিনেশকে।’ প্যারিসে ভারতের প্রথম মহিলা কুস্তিগির হিসাবে অলিম্পিক ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করেছিলেন ভিনেশ। কিন্তু ওজনের ফাঁসে আটকে খালি হাতেই ফিরতে হয় তাঁকে।