Friday, April 19, 2024
HomeBreaking Newsমণিপুরের হিংসার রেশ এবার ছড়াল মেঘালয়ে, দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত শিলং, গ্রেপ্তার...

মণিপুরের হিংসার রেশ এবার ছড়াল মেঘালয়ে, দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত শিলং, গ্রেপ্তার ১৬  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মণিপুরের হিংসার রেশ এবার ছড়িয়ে পড়ল পড়শি রাজ্য মেঘালয়েও। শুক্রবার বিকেলের পর থেকে অশান্ত হয়ে ওঠে মেঘালয়ের রাজধানী শিলংয়ের কাছে নোংরাম হিল অঞ্চলে। সেখানে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়েছেন। এই ঘটনায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে শিলং পুলিশ। নতুন করে অশান্তির ঘটনা এড়াতে মেঘালয় পুলিশের তরফে চরম পদক্ষেপ গ্রহনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

উপজাতিদের আন্দোলনে এখনও অশান্ত মণিপুর। রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতে দেখা মাত্রই গুলির নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। সে রাজ্যের হিংসার রেশ এ বার এসে পৌঁছল পড়শি রাজ্য মেঘালয়েও। মণিপুরে ঘটনার সূত্রপাত হয় গত বুধবার। সেদিন মণিপুরি ছাত্র সংগঠন অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর এর এর তরফে আন্দোলনকারী মেইতেই জনগোষ্ঠীর দাবির বিরোধিতা করে একটি মিছিল বার করা হয়েছিল। সেখান থেকেই মণিপুরের ৮টি জেলায় হিংসা ছড়ায় বলে অভিযোগ। সম্প্রতি গুয়াহাটি হাই কোর্ট মেইতেইদের তপসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছে। এর পরেই জনজাতি সংগঠনগুলি তার বিরোধিতায় পথে নামে। আর সেখান থেকেই সংঘাতের সূচনা।

মেইতেইরা মণিপুরের বৃহত্তম জনগোষ্ঠী। মূলত সমতল এলাকার বাসিন্দা। অন্য দিকে, কুকি, অঙ্গামি, লুসাই, নাগা, থাড়োয়াসের মতো প্রায় ৩০টি জনজাতি গোষ্ঠীর বাস পাহাড়ি এলাকায়। পাহাড়ের এই জনজাতিদের  আশঙ্কা, জনজাতির মর্যাদা পেলেই পাহাড়ি এলাকার জমিতে হাত বাড়াবে মেইতেইরা। এখন জনজাতির মর্যাদা না পাওয়ায় তারা ওই জমি কিনতে পারে না।

অন্য দিকে, মেইতেইদের দাবি, ১৯৪৯ সালে ভারতীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে মণিপুর সংযুক্ত হওয়ার আগে তাঁরা জনজাতি হিসাবে গণ্য হতেন। কিন্তু সংযুক্তিকরণের পর সেই মর্যাদা হারান তাঁরা। ফলে জনজাতি জমির অধিকার, সাংস্কৃতিক ঐতিহ্যের সাংবিধানিক রক্ষাকবচও হারিয়েছেন। যে কারণে আজ নিজভূমেই কোণঠাসা তাঁরা। ১৯৫২ সালে মণিপুরের মোট জনসংখ্যার ৫১ শতাংশ যেখানে মেইতেই ছিল, ২০১১ সালের তা ৪৪ শতাংশে গিয়ে ঠেকেছে। মণিপুরের হিংসা রুখতে রাস্তায় নামানো হয়েছে  আধা সেনা এবং অসম রাইফেলসকে। মণিপুরের ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রও। সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের সঙ্গে দফায় দফায় পর্যালোচনা বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণিপুরের হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর মিলেছে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy working as a Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sud Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Suvendu Adhikari | কোচবিহারে নির্বাচন নিয়ে আশঙ্কা শুভেন্দুর, বললেন ‘পুলিশের সঙ্গেই লড়াই’

0
ফাঁসিদেওয়া: প্রথম দফায় কোচবিহারে লোকসভা নির্বাচন শুক্রবার। সেখানে নির্বাচন শান্তিপূর্ণ হবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ...

মোবাইল চার্জার নিয়ে দুই ভাইয়ের বচসা, মুখ ফাটলো দাদার

0
শিলিগুড়ি: ভুল করে মোবাইল চার্জার নিয়ে চলে গিয়েছে দাদার শ্যালক। আর তাতেই দাদার সঙ্গে কুরুক্ষেত্রে বাঁধিয়ে ফেলল ভাই। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছয় যে ভাইয়ের...

Siliguri | আম্বানির নামে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা! বিনিয়োগ করে ঠকলেন তরুণী

0
শিলিগুড়ি: ফেসবুকে (Facebook) মুকেশ আম্বানির আমন্ত্রণ সম্বলিত একটি বিজ্ঞাপন বেশ কিছুদিন ধরেই নজরে পড়ছিল শিলিগুড়ির (Siliguri) এক তরুণীর। সেইমতো অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে আয় বাড়ানোর...

Jalpaiguri | বন্যপ্রাণী প্রবণ এলাকায় ভোটগ্রহণ কেন্দ্রে রাত জাগবেন বনকর্মীরা

0
জলপাইগুড়ি: নির্বিঘ্নে ভোট (Lok sabha election 2024) সম্পন্ন করতে রাত জাগবেন বনকর্মীরা। নির্বাচনের একদিন আগেই বিকেলের মধ্যে সমস্ত বুথে ভোটকর্মীরা পৌঁছে গিয়েছেন। জলপাইগুড়ি (Jalpaiguri)...

Loan scam | ঋণের টাকা নিয়ে লোপাট প্রতিবেশী ,সমস্যায় ১৬টি পরিবার

0
হিলি: প্রতিবেশীর বিরুদ্ধে উঠল ঋণের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। এলাকা থেকে চম্পট দিয়েছে ওই প্রতারক এবং তার পরিবার। ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গোসাইপুর...

Most Popular