উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বর্ডার গাভাসকার ট্রফিতে পারথে সেঞ্চুরি পেলেও সিরিজের বাকি ম্যাচ গুলিতে রান পাননি বিরাট কোহলি। সম্প্রতি তিনি সিরিজ শেষ করে দেশে ফিরেছেন তিনি। আর দেশে ফেরার পর এ বার স্ত্রী অনুষ্কা শর্মা ও দুই সন্তানকে নিয়ে বৃন্দাবনে ছুটলেন বিরাট। তাঁরা গিয়েছেন বৃন্দাবনের আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের আশ্রমে। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
বরাবরই ধর্ম-কর্ম করতে ভালোবাসেন বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা। আধ্যাত্মিকতার প্রতি বরাবরাই টান রয়েছে এই ক্রিকেট কিংবদন্তীর। সম্প্রতি এই দম্পতিকে দেখা গিয়েছিল লন্ডনে কৃষ্ণদাসজির কীর্তন শুনতে। কখনও তাঁরা একসঙ্গে গিয়েছেন নিম করোলি বাবার আশ্রমে, কখনও পৌঁছে গিয়েছেন বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজজির কাছে। এ বার দুই সন্তান অকায় ও ভামিকাকে নিয়ে বিরুষ্কাকে দেখা গেল বৃন্দাবনের আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের আশ্রমে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গিয়েছে, বিরাট ও অনুষ্কা প্রথমেই সাষ্টাঙ্গে প্রণাম করেন প্রেমানন্দ মহারাজকে। এরপর দেখা যায় অনুষ্কার কোলে বসে ছোট্ট অকায়। আর বিরাটের কোলে মেয়ে ভামিকা। অনুষ্কা হাসিমুখে কথা বলতে শুরু করেন প্রেমানন্দ মহারাজজির সঙ্গে। অনুষ্কাকে বলতে শোনা যায়, ‘গত বার যখন এসেছিলাম, মনে কিছু প্রশ্ন ছিল। আমার মনে হচ্ছিল জিজ্ঞাসা করি। কিন্তু আরও যাঁরা বসেছিলেন সেখানে, তাঁদের মধ্যে থেকে কেউ না কেউ সেই প্রশ্ন আপনাকে করছিল। আপনি শুধু আমাকে প্রেম ভক্তি দিন।’
এরপর প্রেমানন্দ মহারাজ বলেন, ‘এনারা খুবই সাহসী। সংসারে এত সম্মান পাওয়ার পর ভক্তির দিকে আসা খুবই কঠিন কাজ।’ এরপর হাসতে হাসতে অনুষ্কাকে উদ্দেশ্য করে মহারাজ বলেন, ‘আমার মনে হয় আপনার ঈশ্বরের প্রতি নিবেদিত প্রাণ হওয়ার প্রভাব বিরাটের উপর পড়বে। ভক্তির উপরে কিছু নেই। ঈশ্বরে ভরসা রাখো। নাম জপ করো। খুশি থাকো।’
উল্লেখ্য, সামনেই রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-২০ ও ওডিআই সিরিজ। এই সিরিজে অবসর নেওয়ার কারণে টি২০ সিরিজ না খেললেও ওডিআই সিরিজে দলে থাকবেন বিরাট। তারপর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানেও বিরাটের দিকে বিশেষ নজর থাকবে।