নয়াদিল্লি: আগামী ১ জুলাই বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে খেলতে নামছে টিম ইন্ডিয়া(Team India)। গত বছর ইংল্যান্ড(England) সফরে টিম ইন্ডিয়ার পঞ্চম টেস্ট বাতিল হয়েছিল। এবার সেই টেস্টই হতে চলেছে। সেই টেস্ট খেলতে গত ১৬ জুন ইংল্যান্ডে গিয়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় রোহিতদের সঙ্গে দেখা যায়নি রবিচন্দ্রন অশ্বিনকে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও কয়েকদিন আগে লন্ডনে আসার পর করোনায় আক্রান্ত হয়েছিলেন। যদিও বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠেছেন। সূত্রের খবর, মলদ্বীপে ঘুরতে গিয়ে করোনায়(corona) আক্রান্ত হন কোহলি(Virat Kohli)।
২৪ জুন থেকে লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ভারতের। সেই ম্যাচে বিরাটদের নাও খেলতে দেখা যেতে পারে। করোনা থেকে সেরে ওঠার পর ক্রিকেটারদের বেশি পরিশ্রম করানোর পক্ষপাতী নয় বোর্ড। সূত্রের খবর, ভারতীয় দলের আরও অনেকেই করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন।