উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ২০২৫-এর জন্য প্রস্তুতি শুরু করলেন বিরাট কোহলি। ২২ মার্চ আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বিরাটের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সেই ম্যাচ খেলতে নামার আগে কোহলি প্রস্তুতি শুরু করেছেন। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নেট সেশনে থ্রোডাউন বিশেষজ্ঞদের মুখোমুখি হতে দেখা গিয়েছে তাঁকে। আরসিবি তাদের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে কোহলিকে বেশ কিছু অসাধারণ শট খেলতে দেখা গিয়েছে।
সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো ফর্মে ছিলেন বিরাট। পাঁচ ইনিংসে ২১৮ রান করেন তিনি। যার মধ্যে ছিল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো শতরান। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। একদিনের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও এখনও আইপিএল ট্রফি জেতা হয়নি কিং কোহলির। এবার সেই ট্রফি জেতার জন্য নিজেকে উজার করে দিতে চাইবেন তিনি। ২০২৪-এর আইপিএলে ১৫ ইনিংসে ৬১.৭৫ গড়ে ৭৪১ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন বিরাট। ভালো ফলের জন্য এবারও তাঁর ব্যাটের দিকে তাকিয়ে আরসিবি।