Top News

Virat Kohli | জঙ্গি গ্রেপ্তারে কোহলির নিরাপত্তা নিয়ে সংশয়! আমেদাবাদে অনুশীলন বাতিল করল আরসিবি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আমেদাবাদ বিমানবন্দরে জঙ্গি সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশ। এই ঘটনার পর মঙ্গলবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ম্যাচ নিয়ে দুশ্চিন্তা দেখা দিলেও নিরাপত্তার ঘেরাটোপে নির্বিঘ্নেই শেষ হয়েছে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। তবে জঙ্গি নাশকতার কথা মাথায় রেখে নিরাপত্তজনীত সংশয়ের কারণে আরসিবি তাদের অনুশীলন বাতিল করে। বাতিল করা হয় সাংবাদিক সম্মেলনও।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর এলিমিনেটর ম্যাচের আগে জঙ্গি নাশকতার আশঙ্কায় অনুশীলন বাতিল করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মঙ্গলবার আরসিবির অনুশীলন করার কথা ছিল আমদাবাদের গুজরাট কলেজ গ্রাউন্ডে। তবে সরকারিভাবে কোনও কারণ না জানিয়েই অনুশীলন বাতিল করে আরসিবি। যদিও তার আগে রাজস্থান রয়্যালস একই মাঠে তাদের অনুশীলন সারে।

সুত্রের খবর, গুজরাট পুলিশের তরফে জানানো হয়েছে, নিরাপত্তাজনীত কারণেই আরসিবির অনুশীলন ও সাংবাদিক সম্মেলন বাতিল করা হয়েছে। বিরাট কোহলির নিরাপত্তা নিয়ে সংশয়ের জন্যই নাকি এমন পদক্ষেপ। গুজরাট পুলিশের তরফে আরসিবির পাশাপাশি রাজস্থান রয়্যালস শিবিরকেও জানানো হয়েছিল, রাজস্থান পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুশীলন সারে।

বিজয় সিংহ জোয়ালা নামে এক পুলিশ আধিকারিক এই প্রসঙ্গে বলেন, ‘কোহলি দেশের সম্পদ। ওঁর নিরাপত্তা আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্ব পায়। আরসিবি কোনও ঝুঁকি নিতে চায়নি। তারা আমাদের জানিয়ে দেয় যে, অনুশীলন করবে না। রাজস্থান রয়্যালসকেও ঘটনার কথা জানানো হয়েছিল। তবে ওদের অনুশীলন সারতে অসুবিধা ছিল না।’

এদিকে আমেদাবাদে জঙ্গি সন্দেহে চারজনের গ্রেপ্তারের পরই স্বাভাবিকভাবেই আরসিবির টিম হোটেলের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। আরসিবির সদস্যদের জন্য আলাদা করিডর ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। হোটেলের অন্য কোনও অতিথিকে আরসিবির হোটেল রুমগুলির ত্রিসীমানায় যেতে দেওয়া হচ্ছে না। এমনকি হোটেল চত্ত্বরে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শুধু আরসিবিই নয়, রাজস্থান রয়্যালস টিমকে গ্রিন করিডর করে অনুশীলনের জন্য মাঠে নিয়ে যাওয়া হয়। টিম বাসের আগু-পিছু বাড়তি পুলিশ কনভয় ছিল। মাঠের চারিদিকে ছিল পুলিশে পুলিশে ছয়লাপ।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

NDRF | ফিবছরই বন্যায় ভাসে মালদা জেলার একাংশ, পরিস্থিতি মোকাবিলায় প্রশিক্ষণ এনডিআরএফের

গাজোলঃ বন্যায় জলমগ্ন এলাকা থেকে সাধারণ মানুষকে উদ্ধার করার জন্য লাইফ জ্যাকেট না থাকলে কী…

2 hours ago

Kishanganj | গাড়ির ডিকি খুলতেই রাশি রাশি ৫০০ টাকার নোট! কিশনগঞ্জে উদ্ধার ৪৭ লক্ষ টাকা

কিশনগঞ্জঃ বিলাসবহুল গাড়িতে লক্ষ লক্ষ টাকা নিয়ে শিলিগুড়ি আসার পথে কিশনগঞ্জে পুলিশের হাতে ধরা পড়ল…

3 hours ago

CSIR-UGC-NET | অনির্দিষ্টকালের জন্য স্থগিত সিএসআইআর-ইউজিসি-নেট, কী কারণ জানালো এনটিএ?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : একদিকে নিট পরীক্ষা নিয়ে বিতর্ক, অন্য দিকে ইউজিসি নেট পরীক্ষা…

3 hours ago

Patiram | তৃণমূল কার্যালয়ে নাবালককে বিয়ে দেওয়ার চেষ্টা! শোরগোল এলাকায়

পতিরাম: প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ায় বোল্লা তৃণমূল পার্টি অফিসে সালিশি সভায় ডেকে নাবালককে(Minor) বিয়ে দেওয়ার…

4 hours ago

Grasmore tea garden | বকেয়া মজুরির দাবিতে এককাট্টা তৃণমূল-বিজেপি, গ্রাসমোড় চা বাগানে বিক্ষোভ শ্রমিকদের

নাগরাকাটাঃ বকেয়া মজুরির দাবিতে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রাসমোড় চা বাগানের শ্রমিকরা। শুক্রবার সকালে বাগানের অফিসের…

4 hours ago

Siliguri | নার্সিংহোমে আর্থিক তছরুপ! অভিযুক্ত চিকিৎসক দম্পতি

শিলিগুড়ি: ভক্তিনগর থানা এলাকার একটি নার্সিংহোমে আর্থিক তছরুপের(Financial fraud) অভিযোগ উঠল চিকিৎসক দম্পতির বিরুদ্ধে। তাঁদের…

4 hours ago

This website uses cookies.