পাল্লেকেলে : ফের কটাক্ষের শিকার কিং কোহলি। ওডিআই সিরিজের প্রস্তুতির মাঝেই কটাক্ষের শিকার হলেন তিনি। ভারতীয় রানমেশিনকে উদ্দেশ্য করে একজন ‘চোকলি, চোকলি’ বলে ডাকতে থাকেন। স্বভাবতই যা কানে যাওয়ায় চটে লাল বিরাট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ বিরাট বিস্ফারিত চোখে তাকিয়ে আছেন। এরপরই রণে ভঙ্গ দেন ওই ব্যক্তি।
Virat Kohli was visibly upset as when a fan referred to him as ‘Chokli’ as he was seen shadow practicing in a room filled with his teammates. pic.twitter.com/tIr52hxazW
— Cricketopia (@CricketopiaCom) July 31, 2024
অপরদিকে টিম ইন্ডিয়ার সতীর্থদের মুখে এখন শুধু ‘লিডার ‘ সূর্যের কথা। সাংবাদিক সম্মেলনে রীতিমতো সূর্য-বন্দনায় মাতলেন ম্যাচের সেরা ওয়াশিংটন সুন্দর। তাঁর মতে, হারের মুখ থেকে জয়, নেপথ্যে সূর্যের দুরন্ত নেতৃত্ব।
সুন্দর বলেছেন, ‘সত্যি কথা বলতে, ওর লিডারশিপ স্কিল অবিশ্বাস্য। ১২ বলে ৯ রান দরকার ছিল শ্রীলঙ্কার। কুশল পেরেরা ব্যাট করছে। তখন রিঙ্কু সিংকে নিয়ে এল! তারপরই কুশল জেনিথ পেরেরা আউট, অবিশ্বাস্য! এরপর শেষ ওভারে সূর্য নিজে এবং প্রায় ম্যাচ জিতিয়েই দিয়েছিল!’
মূল ম্যাচ এবং সুপার ওভার- দাপট দেখানো সুন্দরের কথায়, ব্যাট হাতে সূর্যের সিংহবিক্রমের কথা সবাই জানে। লিডারশিপ স্কিলেও সেই সাহসটা ও রাখে, তার প্রমাণ রাখল। আরও বলেন, ‘চাপের মুখে সূর্য বলেছিল, একটা-দুটো উইকেট এলে ম্যাচ ঘুরে যাবে। এই ধরনের লো-স্কোরিং ম্যাচে, বল পিছু রান তোলাও কঠিন। কথাগুলিই মিলে গেছে। দর্শকরা আশাকরি উপভোগ করেছেন, এরকম ম্যাচ সহজে দেখা যায় না।’
সুপার ওভার নিয়ে সুন্দর বলেছেন, ‘জানতাম না আমি বল করব। ওদের ব্যাটাররা যখন নামছে, তখন সূর্য বলে, ‘ওয়াশি তুই বল করবি । দায়িত্বটা পেয়ে খুশিই হয়েছিলাম। কারণ, কঠিন পরিস্থিতিতে অধিনায়ক স্বয়ং ভরসা রাখছে। নিজেকে বলেছিলাম, দুর্দান্ত সুযোগ দেশকে জেতানোর। সবকিছু ঠিকঠাক হওয়ায় ঈশ্বরকে ধন্যবাদ।’
এদিকে, তরুণ ব্রিগেডের লড়াইয়ে উচ্ছ্বসিত প্রাক্তনরাও। রবিন উথাপ্পা যেমন শুভমান গিল-যশস্বী জয়সওয়াল ওপেনিং জুটির মধ্যে শচীন তেন্ডুলকার-সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছায়া দেখছেন। শচীনদের সঙ্গে খেলা উথাপ্পা বলেছেন, ‘যখন ওদের দিকে তাকাই, সৌরভ-শচীনের কথা মনে পড়ে। দুজনে পরস্পরের পরিপূরক। আমি নিশ্চিত, ওডিআই ফর্ম্যাটেও দ্রুত নিজের জায়গা পাকা করে নেবে যশস্বী’।