উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জনপ্রিয় ইউটিউব শো ‘ইন্ডিয়া’জ গট ল্যাটেন্ট’(India’s Got Latent)-এ বিতর্কিত মন্তব্যের জেরে নেটনাগরিকদের তীব্র রোষের মুখে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। দেশের একাধিক রাজ্যে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। ড্যামেজ কন্ট্রোলে নেমে নিজের মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চেয়েছেন তিনি। কিন্তু তাতেও আখেরে কোনও লাভ হয়নি। সোশ্যাল মিডিয়ায় হুহু করে কমতে শুরু করেছে তাঁর ফলোয়ারের সংখ্যা। আর এমত পরিস্থিতিতে তাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন ভারতীয় ক্রিকেটের তারকা ব্যাটার বিরাট কোহলি(Virat Kohli)।
প্রসঙ্গত, এর আগে রণবীরের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠিত পডকাস্টে অংশ নিয়েছেন বেশ কিছু জনপ্রিয় অভিনেতা, রাজনীতিবিদ থেকে শুরু করে ক্রিকেটারেরাও। নিজেকে বিরাট কোহলির ফ্যান হিসাবে বিভিন্ন সময় পরিচয় দেওয়া রণবীর বিরাটকে তাঁর শো-তে আমন্ত্রন জানানোর ইচ্ছার কথাও প্রকাশ করেছেন বিভিন্ন সময়ে। এদিকে বিরাট কোহলিও সমাজমাধ্যমে ফলো করতেন রণবীরের চ্যানেল। কিন্তু এই বিতর্কের পরে বিরাটকে তাঁর চ্যানেলে নিয়ে আসার রণবীরের স্বপ্ন কোনওদিনও আর পূরণ হবে না বলেই মনে করছেন বহু নেটিজেন। তবে রণবীরের বিতর্কিত মন্তব্যের জন্যই তাঁকে বিরাট আনফলো করেছেন কিনা এই বিষয়ে কোনও স্পষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি।