মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

Virat Kohli | মেলবোর্নে ভারত, বিতর্কে বিরাট

শেষ আপডেট:

মেলবোর্ন: কাঁটে কা টক্কর! সিরিজের ফল আপাতত ১-১। ব্রিসবেন টেস্টে চরম বেকায়দায় পড়ার পরও বৃষ্টির সুবাদে মানরক্ষা হয়েছে টিম ইন্ডিয়ার। চলতি বর্ডার-গাভাসকার ট্রফির তিন নম্বর টেস্ট শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর।

মেলবোর্নে বক্সিং ডে টেস্টের লক্ষ্যে আজই ব্রিসবেন থেকে মেলবোর্নে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। পৌঁছাল বিরাট বিতর্ক সঙ্গী করে। সৌজন্যে বিরাট কোহলি। আজ মেলবোর্ন বিমানবন্দরে পা রাখার পর ভারতীয় ক্রিকেটাররা দেখেন তাঁদের ছবি তোলার জন্য সেখানকার চিত্র সাংবাদিকরা হাজির হয়েছেন। বিমানবন্দর থেকে একে একে ক্রিকেটারদের বেরিয়ে আসার ছবি তোলার সময়ই ঘটে যায় বিপত্তি।

প্রাক্তন ভারত অধিনায়ক কোহলির সঙ্গে রয়েছে তাঁর পরিবার। স্ত্রী অনুষ্কা শর্মা যখন তাঁদের দুই সন্তান ভামিকা ও অকায়কে সঙ্গে নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন অজি চিত্র সাংবাদিকরা তাঁদের ছবি তোলেন। যা দেখে চিত্র সাংবাদিকদের ছবি না তোলার অনুরোধ করেন কোহলি। প্রাক্তন ভারত অধিনায়কের অনুরোধ শুনতে রাজি হননি তাঁরা। ফলে বিরাটের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায় অজি চিত্র সাংবাদিকদের। পরে টিম ইন্ডিয়ার কয়েকজন সাপোর্ট স্টাফ ও স্থানীয় পুলিশের হস্তক্ষেপে অজি চিত্র সাংবাদিকরা বিরাট-অনুষ্কার পুত্র-কন্যার ছবি ডিলিট করেন। ততক্ষণে কোহলি ক্ষিপ্ত হয়ে উঠেছেন।

বিরাটের এই ক্ষোভ এমসিজি-তে প্যাট কামিন্সদের উপর রানের বন্যা হিসেবে হাজির হয় কি না, সময় বলবে। কিন্তু তার আগে স্যর ডন ব্র্যাডম্যানের দেশে এমন ঘটনা হজম করতে পারেননি কোহলি সহ ভারতীয় দলের বাকিরাও। কন্যা ভামিকা ও পুত্র অকায়ের ছবি এখনও সমাজমাধ্যমে দেননি বিরাট-অনুষ্কা। এটা তাঁদের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। অজি চিত্র সাংবাদিকরা সেব্যাপারে অবহিত ছিলেন কি না, কারও কাছেই স্পষ্ট নয়। কিন্তু ঘটনার অভিঘাতে রীতিমতো ক্ষোভ তৈরি হয়েছে টিম ইন্ডিয়ার অন্দরে। এই ক্ষোভ মিটতে পারে এমসিজিতে টিম ইন্ডিয়ার পারফরমেন্সের মাধ্যমেই।

আগামীকাল থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন রয়েছে ভারতীয় দলের। সেই অনুশীলনের আসর থেকেই বর্ডার-গাভাসকার ট্রফির বাকি থাকা দুই টেস্টের চূড়ান্ত প্রস্তুতি শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। বাকি থাকা জোড়া টেস্টে জিততে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ছাড়পত্র মিলতে পারে রোহিত শর্মার ভারতের। তার আগে গাব্বায় ড্র টেস্ট থেকে জসপ্রীত বুমরাহ-আকাশ দীপের ব্যাটে ফলোঅন বাঁচানোর আত্মবিশ্বাসের পাশে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার বোলারদের দাপট রোহিত শর্মাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ছন্দে ফেরার সেই আত্মবিশ্বাস এমসিজি-তে বক্সিং ডে টেস্টে কীভাবে কাজে লাগাতে পারেন রোহিত-বিরাটরা, সেটাই এখন দেখার।

Categories
Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Recipe | গরমে মধ্যাহ্নভোজ জমে যাক সাবেকি রান্নায়! বানিয়ে নিন পোস্ত বড়ার টক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পোস্তর সঙ্গে বাঙালির বহু পুরোনো...

JD Vance | ৩ দিনের ভারত সফরে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, কী নিয়ে হবে আলোচনা?   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুল্কনীতি নিয়ে বিতর্কের আবহেই সোমবার...

Jalpaiguri | আরও ২০টি আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্র বসছে বিভিন্ন বাগানে

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: চা শিল্পের জন্য বৃষ্টিপাতের পাশাপাশি আর্দ্রতার...

Murshidabad Unrest | মুর্শিদাবাদ হিংসায় মৃতদের বাড়িতে সেলিম-মীনাক্ষী, বিক্ষিপ্ত উত্তেজনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদে হিংসায় (Murshidabad Unrest) মৃত...