পারথ: কেরিয়ারের গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে বিরাট কোহলি। গত কয়েকটি সিরিজ একেবারে ভালো কাটেনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দল ও বিরাটের ব্যক্তিগত ব্যর্থতায় সমালোচনার ঝাঁঝ বেড়েছে। পরিস্থিতি বদলে দিতে আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফিতে সাফল্য জরুরি বিরাটের জন্য। ২২ নভেম্বর পারথে সিরিজ শুরুর প্রাক্কালে বিরাটকে নিয়ে আশা-নিরাশার দোলাচল।
ছন্দে থাকুক না থাকুক, অজি বোলারদের পয়লা নম্বর টার্গেট যে প্রাক্তন অধিনায়ক হতে চলেছেন, তা নিশ্চিত। সৌজন্যে অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের একাধিক স্পেশাল পারফরমেন্স। গ্লেন ম্যাকগ্রাথেরও দাবি, বিরাটের চাপটা বাড়িয়ে দিতে পারলে অস্ট্রেিলয়ার কাজ সহজ হবে যাবে।
ভারত-অজি দ্বৈরথ প্রসঙ্গে কিংবদন্তি অজি পেসার বলেছেন, ‘বিরাট একটু বেশি আবেগপ্রবণ। ক্রিকেটটাও খেলে আবেগ দিয়ে। ওর সঙ্গে যুদ্ধংদেহি মনোভাব দেখালে হিতে বিপরীত হবে। সরাসরি মৌখিক যুদ্ধ এড়িয়ে যাওয়া উচিত। তবে চলতি ব্যর্থতার এই মুহূর্তে কিছুটা হলেও চাপে রয়েছে। আসন্ন সিরিজে শুরুর দিকে কয়েকটা ইনিংসে ব্যর্থ হলে চাপ কয়েকগুণ বাড়বে। তাহলে বিরাটকে নিয়ে সুবিধাজনক অবস্থায় থাকবে অস্ট্রেলিয়া।’
একইভাবে ম্যাকগ্রাথ মনে করেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশের ফলে মানসিকভাবে বিপর্যস্ত ভারতীয় দলও। যা কাটিয়ে ওঠা সহজ হবে না। ‘নিউজিল্যান্ডের কাছে ০-৩ হারের পর নিশ্চিতভাবে ভারত চাপে রয়েছে। ঘুরে দাঁড়াতে হলে অনেক ফাঁকফোকর পূরণ করার চ্যালেঞ্জ থাকবে ওদের জন্য। এখন দেখার চাপটা কীভাবে কাটিয়ে ওঠে ভারতীয় দল।’
ম্যাকগ্রাথের সতীর্থ জাস্টিন ল্যাঙ্গার অবশ্য বিরাটকে নিয়ে সাবধান করছেন প্যাট কামিন্সদের। প্রাক্তন ওপেনার তথা হেডকোচ ল্যাঙ্গারের যুক্তি, ‘চ্যাম্পিয়নদের কখনও বাতিলের তালিকায় ফেলতে নেই। তা যে কোনও খেলায় হোক না কেন। কখনও জ্বলে উঠবে বলা মুশকিল। এইজন্যই ওরা চ্যাম্পিয়ন। এটাই বিরাট কোহলির শেষ অজি সফর হলে চাইব, ক্রিকেটপ্রেমীরা ওর উপস্থিত উপভোগ করুক। মনে রাখতে হবে ও কিন্তু একজন সুপারস্টার। রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বীন, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহও। আমি মুখিয়ে আছি ওদের পারফরমেন্স দেখার জন্য।’
ল্যাঙ্গারের মতো, চাপে থাকলে ভারতীয় দল কিন্তু মরিয়া প্রত্যাঘাতে। কোটি কোটি ক্রিকেটপ্রেমী ভারতীয়দের প্রত্যাশার চাপ থাকে রোহিত, বিরাটদের ওপর। ব্যর্থতা সরিয়ে সাফল্যের রাস্তায় ফেরার বাড়তি তাগিদ নিয়ে সিরিজে নামবে ভারতীয় দল। এরকম প্রতিপক্ষকে হালকাভাবে নিলেই বিপদ, কামিন্সদের সতর্ক করে দিচ্ছেন ল্যাঙ্গার।