কলম্বো: বার্বাডোজ ২৯ জুন। কলম্বো (Colombo) ২৯ জুলাই।
ব্যবধান ঠিক এক মাসের। এই এক মাসের ব্যবধানে ফের ক্রিকেট মাঠে ফিরলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা (Virat Kohli-Rohit Sharma)। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কোচিংয়ে পাল্লেকেলের মাঠে তিন ম্যাচের টি২০ সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে টিম ইন্ডিয়া (INDIA)। আগামীকাল সিরিজের শেষ ম্যাচ নেহাতই নিয়মরক্ষার। সেই নিয়মরক্ষার ম্যাচের আগেই গতকাল সন্ধ্যার দিকে টিম ইন্ডিয়ার বর্তমান ও প্রাক্তন অধিনায়ক পৌঁছে গিয়েছেন কলম্বো। তাঁদের সঙ্গে কুলদীপ যাদব, শ্রেয়স আইয়াররাও রয়েছেন। কলম্বো পৌঁছে সময় নষ্ট না করে আজ থেকেই কোহলিরা অনুশীলনে নেমে পড়লেন।
মঙ্গলবার টি২০ সিরিজ শেষে কলম্বোয় শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে রয়েছে তিন ম্যাচের ওডিআই সিরিজ। ২, ৪ ও ৭ অগাস্ট রয়েছে তিন ম্যাচের সিরিজ। যেখানে অধিনায়ক হিসেবে ফের হিটম্যানকে যেমন দেখতে পাবে দুনিয়া, তেমনই রোহিতের সঙ্গে গম্ভীরের সম্পর্কের রসায়ন কোন পথে যেতে চলেছে, তারও দিশা মিলবে। শ্রেয়সের জন্যও শ্রীলঙ্কা সিরিজ খুব গুরুত্বপূর্ণ। চোটআঘাত সংক্রান্ত নানা সমস্যা ও ফিটনেস নিয়ে বিতর্কের ধাক্কা সামলে শ্রেয়স কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। এবারও তাঁরও আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত হয়ে ওঠার চ্যালেঞ্জ। এদিকে, আজ রাতের দিকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সূত্রের খবর, গম্ভীরের দলে বোলিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার মরনি মরকেলকে নিয়োগের সিদ্ধান্তে সিলমোহর দিলেন জয় শা-রা। সব ঠিক মতো চললে, আগামী সেপ্টেম্বরে নির্ধারিত থাকা বাংলাদেশ সিরিজের সময় থেকেই মরকেল ভারতীয় বোলিং কোচের দায়িত্ব সামলাবেন।