Virat Kohli | অলিম্পিক অ্যাথলিটদের মতো প্রশিক্ষণ সারতেন বিরাট, জানালেন প্রাক্তন কোচ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ফিটনেস আর বিরাট কোহলি যেন সমার্থক। ক্রিকেটে ফিটনেসের ক্ষেত্রে তিনি যে মানদণ্ড স্থাপন করেছেন, তা বাকিদের কাছে অনুকরণীয়। বিরাট অলিম্পিক ক্রীড়াবিদের মতো তাঁর প্রস্তুতি সারতেন। এমনই জানালেন প্রাক্তন কোচ শংকর বসু।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘বিরাটই প্রথম ক্রিকেটার যিনি অলিম্পিক অ্যাথলিটদের মতো ট্রেনিংয়ের সিদ্ধান্ত নেন। তাঁকে দেখে পরে বাকিরাও ফিটনেসে জোর দিতে শুরু করেন। ভারতীয় দলে ফিটনেসের সমার্থক হয়ে ওঠেন বিরাট।’

তাঁর সংযোজন, ‘শর্টকাট এড়িয়ে শুধু পরিশ্রম এবং শৃঙ্খলার মাধ্যমে বাকিদের কাছে নিজেকে আদর্শ হিসেবে গড়ে তুলেছেন বিরাট কোহলি। অনুকরণীয় মানদণ্ড স্থাপন করেছেন।’ প্রসঙ্গত, শংকর বসু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র হয়ে কাজ করেছেন।

মঙ্গলবারই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন বিরাট। তিনি একটি ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি ব্লু পরার পর ১৪ বছর কেটে গিয়েছে। সত্যি বলতে, এই ফরম্যাট আমায় যে এই জায়গায় পৌঁছে দেবে তা আমি কল্পনাও করিনি। এটি আমাকে পরীক্ষা করেছে, গঠন করেছে এবং শিক্ষাও দিয়েছে, যা আমি সারা জীবন মনে রাখব।’

১২৩টি টেস্টে ৪৬.৮৫ গড়ে ৯২৩০ রান করেছেন বিরাট। শতরান করেছেন ৩০টি। অর্ধশতরান রয়েছে ৩১টি। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করা অপরাজিত ২৫৪ রানের ইনিংসটি এই ফরম্যাটে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল বিরাটের। তার তিন বছর পর তাঁকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। কিং কোহলি ভারতকে ৬৮টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে মাত্র ১৭টি টেস্ট হেরেছে ভারত। জিতেছে ৪০টি। ড্র হয়েছে ১১টি। জয়ের হার ৫৮.৮২ শতাংশ।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

More like this
Related

VVS Laxman | ভারতীয় দলের কোচ এখন লক্ষণ! কোচিংয়ের সমীকরণ কি বদলে গেল ইংল্যান্ডের মাটিতে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মায়ের অসুস্থতার কারণে ইংল্যান্ড থেকে...

WTC Final 2025 | আর নয় ‘চোকার্স’! অজিদের ৫ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে ২৭ বছরের শাপমোচন! ‘চোকার্স’...

Wimbledon | পুরস্কার মূল্য ৬২২ কোটি! আর কী বদল আসছে এবারের উইম্বলডনে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উইম্বলডনে আসতে চলেছে বেশ কিছু...

Michal Probierz | ইস্তফা দিলেন মিকাল প্রবিয়ার্জ, এবার কি দলে ফিরবেন লেয়নডস্কি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইস্তফা দিলেন পোল্যান্ডের জাতীয় দলের...