বেঙ্গালুরু: আইপিএলের বাইশ গজে অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন ঘটছে না বিরাট কোহলির। মনে করা হয়েছিল ফাফ ডুপ্লেসির শূন্যস্থান পূরণে হয়তো ফের বিরাটের শরণাপন্ন হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সমর্থকদের একাংশও সেই দাবি তুলছিল।
যদিও বিরাটকে ঘিরে সেই ইচ্ছে পূরণ হচ্ছে না। রজত পাতিদারের নেতৃত্বে ২০২৫ আইপিএলে মাঠে নামছে আরসিবি। সব জল্পনায় জল ঢেলে এদিন পাতিদারের নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করে দিল দক্ষিণের অন্যতম আইপিএল-ফ্র্যাঞ্চাইজি।
সৈয়দ মুস্তাক আলি ট্রফি টি২০, বিজয় হাজারে ট্রফিতে মধ্যপ্রদেশকে নেতৃত্ব দিয়ে সাফল্য পেয়েছেন পাতিদার। জানিয়েছিলেন, আরসিবি-র মতো দলের নেতৃত্ব যদি পান তাঁর কাছে বিশাল সম্মানের হবে। সেই ইচ্ছেয় দলের তরফে আজ সিলমোহর। ফলস্বরূপ, অনিল কুম্বলে, কোহলি, ফাফ ডুপ্লেসি সমৃদ্ধ আরসিবি অধিনায়কের এলিট তালিকায় ঢুকে পড়লেন বছর একত্রিশের পাতিদার।
২০২১ সালে প্রথমবার আরসিবি-তে খেলার সুযোগ পান। চার ম্যাচে মাত্র ৭১ করেন। এরপর ছাঁটাই। ২০২২-এর নিলামে কোনও দল নেয়নি তাঁকে। পরে টুর্নামেন্টের মাঝে ‘পরিবর্ত’ হিসেবে ফের আরসিবিতে প্রত্যাবর্তন। এরপর আর ফিরে তাকাতে হয়নি। প্লে-অফে ৪৯ বলে ১১২ রানের বিধ্বংসী ইনিংস পায়ের নীচের জমি শক্ত করে দেয় রজত পাতিদারের।
আরসিবি-র ডিরেক্টর মো বোবাট জানান, অধিনায়কের ভাবনায় বিরাটও ছিলেন। আরসিবির সমর্থকদের কাছে বিরাট বরাবরই প্রিয় তারকা। প্রচুর ভালোবাসা পেয়েছে। রজতও গত কয়েক বছরে ভালোবাসা পাচ্ছে। আর লিডারশিপ বিরাটের সহজাত। ‘অধিনায়কত্ব’ তকমা প্রয়োজন নেই ওর। গত কয়েক বছরে যখন ডুপ্লেসি অধিনায়ক ছিল তখনও দায়িত্ব নিয়েছে বিরাট। রজতের সময়েও ব্যতিক্রম হবে না।
আরসিবি-র ঘোষণার পর রজতকেও শুভেচ্ছা জানিয়েছেন বিরাটও। ভিডিও বার্তায় নিজের নতুন আইপিএল অধিনায়ককে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘রজত পাতিদার আরসিবির নতুন অধিনায়ক হচ্ছে। ওকে অভিনন্দন। গত কয়েক বছরে তুমি ফ্র্যাঞ্চাইজির হয়ে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিয়েছ। দলের সবাই তোমার পাশে থাকবে।’
বিরাটের মতে, আরসিবি-র নেতৃত্ব বড় দায়িত্ব। দীর্ঘদিন যে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তারও ছিল। ফাফ ডুপ্লেসি গত কয়েক বছর অধিনায়ক ছিলেন। বিশাল সম্মান। যোগ্য হিসেবে এই জায়গায় পৌঁছেছে। পাতিদার দায়িত্ব পাওয়ায় তিনি খুশি। আপাতত দেখার রজতের হাত ধরে আইপিএল ট্রফির খরা কাটে কিনা আরসিবি-র।