মেলবোর্ন: অবশেষে ভুল স্বীকার বিরাট কোহলির। মানছেন অফস্টাম্পের বাইরের বলে খেলার সময় আরও সংযমী হওয়ার প্রয়োজন। বৃহস্পতিবার বক্সিং ডে টেস্ট শুরুর আগে বিরাটের অকপট স্বীকারোক্তি, যেভাবে খেলতে চাইছেন, গত কয়েক ইনিংসে তা হচ্ছে না। ক্রিজে নেমে যে ধৈর্য দেখানোর ক্ষেত্রে ভুলচুক হচ্ছে।
পারথে দ্বিতীয় ইনিংসে অপরাজিত শতরান। যদিও ছন্দটা ধরে রাখতে পারেননি গত তিন ইনিংসে (৭, ১১, ৩ রান)। ব্যর্থতা মেনে নিয়ে বিরাট বলেন, ‘যেভাবে চাইছি গত ২-৩টি ইনিংসে তা হচ্ছে না। ধৈর্য ধরে খেলা উচিত ছিল। কিন্তু তা হচ্ছে না। টেস্ট ক্রিকেট এরকমই। আলাদা টেম্পারামেন্ট দরকার। ক্রিজে নেমে চোখ সেট হতে কিছুটা সময় দরকার। আর তা করতে হবে পিচ, পরিবেশকে সম্মান দিয়েই।’
মেলবোর্নের চলতি টেস্টে কি ভুলটা শুধরোতে পারবেন কোহলি? বিরাট অত্যন্ত আত্মবিশ্বাসী। বলেছেন, ‘প্রথম অস্ট্রেলিয়া সফর থেকে মেলবোর্ন আমার পয়া মাঠ। বক্সিং ডে টেস্টের গুরুত্বও বুঝি। গতবার এখানে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিলাম আমরা। ২০১৪-’১৫ সালের সফরে সেঞ্চুরি করেছিলাম। বিভিন্ন ফর্ম্যাটে একঝঁাক স্মৃতি জড়িয়ে মেলবোর্নের সঙ্গে।’
ওপেনিং জুটি এখনও পর্যন্ত সফরে সাফল্য পায়নি। শুরুতে দ্রুত উইকেট পড়ার ফলে নতুন বল সামলাতে হচ্ছে বিরাটকে। প্রাক্তনদের অনেকের দাবি, নতুন বল সামলানোর মতো মানসিকতার অভাবও পথের কাঁটা বিরাটের। তারই প্রস্তুতি প্রসঙ্গে বিরাটের যুক্তি, নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। থাকছে প্ল্যান ‘বি’, ‘সি’-ও। পরিস্থিতি বুঝে নিজেকে প্রয়োগ করবেন। নতুন বল হোক বা পুরোনো বল, যে কোনও চ্যালেঞ্জের জন্য তৈরি। দল কী চাইছে, সেটাই তার কাছে গুরুত্বপূর্ণ। আশাবাদী, সেই চাহিদা বাকি সিরিজে মেটাতে সক্ষম হবেন।