বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

Virat Kohli | ‘ক্রিজে সেট হতে আরও ধৈর্য ধরতে হবে’, অফস্টাম্প লাইনের ফাঁদে পা, ভুল স্বীকার বিরাটের

শেষ আপডেট:

মেলবোর্ন: অবশেষে ভুল স্বীকার বিরাট কোহলির। মানছেন অফস্টাম্পের বাইরের বলে খেলার সময় আরও সংযমী হওয়ার প্রয়োজন। বৃহস্পতিবার বক্সিং ডে টেস্ট শুরুর আগে বিরাটের অকপট স্বীকারোক্তি, যেভাবে খেলতে চাইছেন, গত কয়েক ইনিংসে তা হচ্ছে না। ক্রিজে নেমে যে ধৈর্য দেখানোর ক্ষেত্রে ভুলচুক হচ্ছে।

পারথে দ্বিতীয় ইনিংসে অপরাজিত শতরান। যদিও ছন্দটা ধরে রাখতে পারেননি গত তিন ইনিংসে (৭, ১১, ৩ রান)। ব্যর্থতা মেনে নিয়ে বিরাট বলেন, ‘যেভাবে চাইছি গত ২-৩টি ইনিংসে তা হচ্ছে না। ধৈর্য ধরে খেলা উচিত ছিল। কিন্তু তা হচ্ছে না। টেস্ট ক্রিকেট এরকমই। আলাদা টেম্পারামেন্ট দরকার। ক্রিজে নেমে চোখ সেট হতে কিছুটা সময় দরকার। আর তা করতে হবে পিচ, পরিবেশকে সম্মান দিয়েই।’

মেলবোর্নের চলতি টেস্টে কি ভুলটা শুধরোতে পারবেন কোহলি? বিরাট অত্যন্ত আত্মবিশ্বাসী। বলেছেন, ‘প্রথম অস্ট্রেলিয়া সফর থেকে মেলবোর্ন আমার পয়া মাঠ। বক্সিং ডে টেস্টের গুরুত্বও বুঝি। গতবার এখানে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিলাম আমরা। ২০১৪-’১৫ সালের সফরে সেঞ্চুরি করেছিলাম। বিভিন্ন ফর্ম্যাটে একঝঁাক স্মৃতি জড়িয়ে মেলবোর্নের সঙ্গে।’

ওপেনিং জুটি এখনও পর্যন্ত সফরে সাফল্য পায়নি। শুরুতে দ্রুত উইকেট পড়ার ফলে নতুন বল সামলাতে হচ্ছে বিরাটকে। প্রাক্তনদের অনেকের দাবি, নতুন বল সামলানোর মতো মানসিকতার অভাবও পথের কাঁটা বিরাটের। তারই প্রস্তুতি প্রসঙ্গে বিরাটের যুক্তি, নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। থাকছে প্ল্যান ‘বি’, ‘সি’-ও। পরিস্থিতি বুঝে নিজেকে প্রয়োগ করবেন। নতুন বল হোক বা পুরোনো বল, যে কোনও চ্যালেঞ্জের জন্য তৈরি। দল কী চাইছে, সেটাই তার কাছে গুরুত্বপূর্ণ। আশাবাদী, সেই চাহিদা বাকি সিরিজে মেটাতে সক্ষম হবেন।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Haris Rauf | ভিআইপি বক্সে বসবেন না নাকভি, মহারণের আগে বিরাট-বন্দনায় হ্যারিস রউফ

করাচি: ২৩ অক্টোবর ২০২২। মেলবোর্ন। বিরাট কোহলির অপরাজিত ৮২...

Jasprit Bumrah | ‘বুমরাহকে মিস করবে দল’, এক্স ফ্যাক্টর হতে পারে হর্ষিত : ধাওয়ান

নয়াদিল্লি: জসপ্রীত বুমরাহ নেই। প্রশ্ন বুমরাহের শূন্যতা পূরণ করবে...

Shardul Thakur | এসেক্সের হয়ে কাউন্টি খেলবেন শার্দূল

মুম্বইঃ ইঙ্গিত দিয়েছিলেন কলকাতায় বসে। হরিয়ানার বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে...

Morne Morkel | পিতৃবিয়োগ, দেশে ফিরলেন মরকেল, একটি ম্যাচের জন্য পরিবারকে সঙ্গে পাবেন রোহিতরা

দুবাই: ছুটি! মরুশহরে পা রাখার পর থেকেই অনুশীলনে ডুবে...