মুম্বই: কঠিন সময়। বাইশ গজে টানা ব্যর্থতার সমালোচনায় জেরবার। প্রশ্নের মুখে ক্রিকেট ভবিষ্যৎ। দমবন্ধ যে পরিবেশে টাটকা বাতাস হয়ে হাজির জন্মদিন। সমালোচনা সরিয়ে ভারতীয় ক্রিকেট মহলে বার্থ ডে বয় বিরাট কোহলিকে নিয়ে আবেগের চোরাস্রোত। ঘরনি অনুষ্কা শর্মার ছবি, গানেতে দেওয়া বিশেষ বার্তা ভাইরাল সামাজিক মাধ্যমে।
পুত্র অকায় এবং কন্যা ভামিকার সঙ্গে বিরাটের ছবি পোস্ট করেছেন অনুষ্কা। ইনস্টাগ্রামে পোস্ট করা যে ছবির নেপথ্যে বাজছে অস্ট্রেলিয়ার বিখ্যাত ব্যান্ড ‘হলো কোভস’-এর গান। যে গানের মর্মার্থ-ভালোবাসা রয়েছে। রয়েছে আশীর্বাদ। যার হাত ধরে কেটে যাবে কঠিন সময়। অনুষ্কার পোস্টের পর যে ছবি প্রত্যাশামাফিক ভাইরাল। কেউ লিখেছেন, ‘রাজার সঙ্গে যুবরাজ আর যুবরানি।’
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিরাটের বোন ভাবনা লিখেছেন, ‘ঐশ্বরিক আলো সর্বদা যেন আলোকিত করে রাখে তোমাকে। যে উদারতা ছড়িয়ে দিয়েছ তুমি, তা আশ্চর্যজনক উপায়ে তোমার কাছে ফিরে আসুক।’
যুবরাজ সিং : ব্যর্থতা কাটিয়ে তোমার স্বপ্নের প্রত্যাবর্তনের অপেক্ষায় গোটা ক্রিকেটবিশ্ব। অতীতে বারবার তুমি যা করে দেখিয়েছ, বিশ্বাস, আবার তা করে দেখাবে। জন্মদিনের অনেক শুভেচ্ছা। ঈশ্বর সহায় হোক।
সুরেশ রায়না : আইকনিক ক্রিকেটার এবং বাকিদের কাছে আদর্শ বিরাট কোহলিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আগামী দিনে সাফল্য এবং আনন্দে ভরে উঠুক তোমার জীবন।
হরভজন সিং : প্রতিভাবান ক্রিকেটার থেকে বর্তমান প্রজন্মের অন্যতম সেরা, রোমাঞ্চের চেয়ে কম নয় তোমার এই সফর। বড় করে স্বপ্ন দেখা এবং পরিশ্রম, আত্মবিশ্বাসের মাধ্যমে সেই স্বপ্ন পূরণের রাস্তা দেখিয়েছে হাজারো উঠতি ক্রিকেটারকে।
মহম্মদ সামি : তোমার দায়বদ্ধতা, ক্রিকেটের প্রতি আবেগ লাখো মানুষকে অনুপ্রাণিত করে। আসন্ন বছর তোমার জীবনে সাফল্য, খুশি এবং স্মরণীয় মুহূর্ত বয়ে আনুক।
রবি শাস্ত্রী : জন্মদিনের অনেক শুভেচ্ছা চ্যাম্প। তোমার ভালো সময় আসন্ন। ঈশ্বর সহায় হোক।
এস বদ্রীনাথ : চিকু থেকে ক্রিকেট বিশ্বের সেরা হয়ে ওঠা। তোমার মানসিকতা, খেলার ধরন বদলে দিয়েছে ভারতীয় ক্রিকেটকে। জন্মদিনের শুভেচ্ছা তোমাকে।
আকাশ চোপড়া : প্রথম যেদিন দেখি, তখনই বুঝে গিয়েছিলাম, বাকিদের থেকে আলাদা কিছু করে দেখাবে এই ছেলে। অনেক শুভেচ্ছা বিরাট কোহলিকে।