মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

Virat kohli’s birthday | বিরাটকে জন্মদিনের উপহার, কিং কোহলির ৩৩ ফুটের ছবি আঁকলেন তুফানগঞ্জের শুভঙ্কর

Date:

গৌতম দাস, তুফানগঞ্জ : মঙ্গলবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন উপলক্ষ্যে তাঁর এক ভক্ত ৩৩ ফুট লম্বা ও ২৬ ফুট চওড়া ছবি এঁকে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন। প্রায় ৮০০টি এ-থ্রি পেপার আঠা দিয়ে জোড়া লাগিয়ে তার ওপর চারকোলের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন কিং কোহলিকে। রাতদিন এক করে খেটেও আর্টপিসটি তৈরিতে সময় লেগেছে ১৬ দিন।

অন্দরান ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকার বাসিন্দা শুভঙ্কর পাল। কলেজ পড়ুয়া এই তরুণ ছোটবেলা থেকেই বিরাটের ভক্ত। তিনি কোচবিহার কলেজের বিবিএ, পঞ্চম সিমেস্টারের ছাত্র। ছোটবেলা থেকেই ছবি আঁকা শিখেছেন। সঙ্গে ভালোবাসতেন ক্রিকেট খেলতে। বিরাট কোহলির কোন ম্যাচ দেখেননি তা তাঁর মনে পড়ে না। তাই হয়তো প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১টা পর্যন্ত শুধু বিরাটের একটা ছবির প্রতি মনঃসংযোগ করে এই কাজ করেছেন।

শুভঙ্কর বললেন, ‘আমি বিরাট কোহলির খুব বড় ফ্যান। গতবছর ওঁর জন্মদিন উপলক্ষ্যে ৮ ফুটের একটি ছবি এঁকেছিলাম। এবার কাগজের ওপর চারকোলে যে ছবিটি এঁকেছি তা ভারত তথা বিশ্বের মধ্যে সবচেয়ে বড়। এর আগে পেপারে বিরাটের এত বড় ছবি কেউ আঁকেনি। মোট ৭০০ স্কোয়ার ফুটের ছবি।’ বন্ধুদের সঙ্গে কেক কেটে কোহলির ৩৬তম জন্মদিন পালন করবেন তাঁরা।

শুভঙ্করের বাবা সুধীরচন্দ্র পাল কৃষিকাজে যুক্ত। মা মণিকা গ্রাম পঞ্চায়েতের স্বরোজগারী দলের কাজ করেন। দিদি সুপর্ণা এখন এমএ পড়ছেন। শুভঙ্করকে তাঁরা প্রত্যেকেই প্রতিনিয়ন উৎসাহ জুগিয়েছেন। পুজোর আগেই তিনি এই ছবি আঁকার পরিকল্পনা নিয়েছিলেন। মণিকার কথায়, ‘ছেলের এই কাজে আমরা সবসময় উৎসাহ দিতাম। সে একক চেষ্টাতেই এই কাজ করেছে। আমরাও ভীষণ খুশি।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Malda | বিষাক্ত ধোঁয়ায় ঢাকল ওয়ার্ড, শ্বাসকষ্ট রোগী-চিকিৎসকদের! আগুন আতঙ্ক হরিশ্চন্দ্রপুর হাসপাতালে

হরিশ্চন্দ্রপুর: আগুন লাগাকে কেন্দ্র আতঙ্ক ছড়াল মালদা (Malda) জেলার...

Alipurduar | আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নেই রেডিওথেরাপির ব্যবস্থা, ক্যানসার রোগীকে নিয়ে ছুটতে হচ্ছে মালদায়

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার : রাজ্য সরকারের উদ্যোগে উত্তরবঙ্গের বিভিন্ন...

Indian Railways | প্ল্যাটফর্ম বদল হবে না কুম্ভগামী ট্রেনের

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার : নয়াদিল্লি স্টেশনে মহাকুম্ভে যাওয়া পুণ্যার্থীদের...

Bagdogra Airport | বাগডোগরা বিমানবন্দরে কয়েকশো কোটির কাজ, দুই ফুলের মিলিজুলি সিন্ডিকেটরাজ

রণজিৎ ঘোষ : রাজনৈতিক মতপার্থক্য বিস্তর। কিন্তু তাতে কী?...