উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ৫ নভেম্বর ক্রিকেটপ্রেমীদের জন্য এক বিশেষ দিন। কারণ ১৯৮৮ সালে দিল্লিতে এই দিনেই যে জন্মেছিলেন বিরাট কোহলি। বুধবার ৩৭-এ পা দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কিং কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অগণিত অনুরাগী।
২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে বিরাট গড়েছেন একের পর এক রেকর্ড। দেশকে এনে দিয়েছেন বহু স্মরণীয় জয়। যা ভারতীয় ক্রিকেটকে পৌঁছে দিয়েছে এক অন্য উচ্চতায়। ইতিমধ্যে তিনি টি-২০ ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। শুধু ওয়ানডে চালিয়ে যাচ্ছেন।
তবে শুধু ব্যাট হাতে সাফল্য নয় ফিটনেস, মানসিক দৃঢ়তা এবং দেশের প্রতি ভালোবাসা বিরাটকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। সেকারণে দেশের কোটি কোটি তরুণের কাছে তিনি আদর্শ।
কিংয়ের কিছু রেকর্ড :
- ওয়ানডেতে বিরাট কোহলির শতরান ৫১টি। এই রেকর্ডের ধারে-কাছে এখনও কেউ নেই।
- একদিনের ক্রিকেটে মাত্র ১৭৫ ইনিংসে কোহলি পৌঁছেছিলেন ৮ হাজার রানে, যা দ্রুততম।
- একদিনের ক্রিকেটে ২৮৭ ইনিংসে ১৪,০০০ রান
- ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে বিরাট ৭৬৫ রান করেছিলেন, যা সর্বাধিক
- ২০১২ সালে হোবার্টে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো ১৩৩ রানের ইনিংস
- ২০১২ সালে ঢাকায় এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ১৮৩ রানের ঝোড়ো ইনিংস, যা ওডিআই ক্রিকেটে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ

