কলকাতাঃ আকাশ থেকে মাটিতে। আচমকা। তাও আবার ঘরের মাটিতে! মিশন অস্ট্রেলিয়ার আগে টিম ইন্ডিয়ার অন্দরমহলে আগামীর অশনিসংকেত। সঙ্গে বিস্তর পরিবর্তনের ইঙ্গিতও। সেই পরিবর্তন কবে, কীভাবে হবে-সময় তার জবাব দেবে। তার আগে আজ বাণিজ্যনগরীতে হালফিলে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসরকারি বৈঠক হয়ে গেল। ভারত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলিরা যে বৈঠকে তোপের মুখে পড়েছেন বলে খবর।
১০ নভেম্বর পারথ রওনা হওয়ার কথা ভারতীয় ক্রিকেট দলের। তার আগে আজ রাতের দিকেই মেলবোর্ন উড়ে গেলেন লোকেশ রাহুল ও ধ্রুব জুরেল। দুজনই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়া সিরিজের দলে ছিলেন। বেঙ্গালুরু টেস্টে রাহুল খেলেছিলেন ঠিকই। কিন্তু তারপরই তিনি বাদ পড়েন। সেই সময় চোটের কথাও বলা হয়েছিল ভারতীয় দলের অন্দরমহল থেকে। জুরেল কিউয়িদের বিরুদ্ধে কোনও টেস্টেই খেলেননি। কিন্তু কেন লোকেশ-জুরেলকে স্যর ডন ব্র্যাডম্যানের দেশে আগাম পাঠানোর সিদ্ধান্ত?
ভারতীয় ক্রিকেট সংসারে খোঁজ নিয়ে জানা গিয়েছে, লোকেশ-জুরেলকে ছন্দে ফেরানোর লক্ষ্যে আগে মেলবোর্ন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে পৌঁছে ৭ নভেম্বর থেকে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলবেন তাঁরা। পারথে ২২ নভেম্বর শুরু হতে চলেছে বর্ডার-গাভাসকার ট্রফি। প্রাক সিরিজ কোনও অনুশীলন ম্যাচ খেলছে না টিম ইন্ডিয়া। সম্ভবত সেই কারণেই লোকেশ-জুরেলদের আগে সেখানে পাঠিয়ে দেওয়া হল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক শীর্ষ কর্তা সন্ধ্যার দিকে উত্তরবঙ্গ সংবাদকে নাম না লেখার শর্তে বলছিলেন, ‘আগামীদিনে ভারতীয় ক্রিকেটে বহু পরিবর্তন হতে চলেছে। তাছাড়া অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ সিরিজের শুরুতে কোনও অনুশীলন ম্যাচ না থাকা, ভালো ব্যাপার নয়। তাই আপাতত লোকেশ-জুরেলদের সেখানে পাঠিয়ে দেওয়া হল।’
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে মুখ থুবড়ে পড়ার পর স্যর ডনের দেশে টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই প্রবল চর্চা চলছে। তার মধ্যে আজ মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক রোহিত, বিরাট ও জসপ্রীত বুমরাহদের নিয়ে গোপন বৈঠক সারলেন সচিব জয় শা। এই ব্যাপারে বোর্ডের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও সূত্রের খবর, বৈঠকে বোর্ড সচিব জয়ের তোপের মুখে পড়েছেন গম্ভীর-রোহিতরা। বিসিসিআই সচিব জয়ের ঘনিষ্ঠমহলের ইঙ্গিত, রোহিত-বিরাটদের জানিয়ে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ায় ব্যর্থ হওয়া মানে জাতীয় দল থেকে বাদ পড়তে হবে। রোহিতরা তাই আগাম সতর্কতা হিসেবে সিডনিতেই তাঁদের দীর্ঘ কেরিয়ারের শেষ টেস্ট খেলার সিদ্ধান্তও প্রায় চূড়ান্ত করে ফেলেছেন বলে খবর। এসবের মধ্যেই আজ সামনে এসেছে আরও এক তথ্য।
পারথে সিরিজের প্রথম টেস্টে ব্যক্তিগত কারণে অধিনায়ক রোহিত খেলতে না পারলে তাঁর পরিবর্তে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ভারতীয় দলের ইনিংস ওপেন করবেন অভিমন্যু ঈশ্বরণ। ‘এ’ দলের হয়ে স্যর ডনের দেশে প্রথম ম্যাচে অভিমন্যু রান না পেলেও তাঁর উপরই ভরসা রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বাস্তবে এমনটা হলে পারথে অভিমন্যুর টেস্ট অভিষেক সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।