Sunday, February 16, 2025
HomeখেলাধুলাVirat-Rohit | বয়সের থাবা রোহিত-কোহলিদের পারফরমেন্সে, দাবি ইয়ানের

Virat-Rohit | বয়সের থাবা রোহিত-কোহলিদের পারফরমেন্সে, দাবি ইয়ানের

নয়াদিল্লি: বিরাট কোহলি, রোহিত শর্মাদের পারফরমেন্সে থাবা বসাচ্ছে বয়স। ধারাবাহিকতার অভাব তারই ফল। সহজে সমস্যা মেটার নয়। ভারতীয় দলের দুই মহাতারকাকে নিয়ে এভাবেই সতর্ক করছেন ইয়ান চ্যাপেল। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘ভারতীয় ব্যাটিংয়ে বেশ কিছু সমস্যা রয়েছে। বিরাট কোহলি, রোহিত শর্মাকে ধরুন, দুজনের বয়স বাড়ছে। আর বয়সের কারণেই পারফরমেন্স গ্রাফ নিম্নমুখী। নিশ্চিতভাবে এই যুক্তি নিয়ে বিতর্ক তৈরি হবে।’

রোহিতের বয়স ৩৭ এবং বিরাটের ৩৬। কেরিয়ারের শেষপর্বে দুজনেই। লাল বলের ফর্ম্যাটে গত কয়েকটা সিরিজে চেনা ছন্দে নেই রোহিত। টেস্টে বিরাটের ব্যর্থতা আরও লম্বা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টেই রোহিত (৬২ রান), বিরাট (৮৮ রান) ব্যর্থ। প্রাক্তন অজির যুক্তি, অস্ট্রেলিয়ার পিচ তুলনায় ভালো। অতিরিক্ত বাউন্স রয়েছে। বাউন্স সামলাতে পারলে, ঘুরে দাঁড়ানো সম্ভব বিরাট-রোহিতের।

ইয়ান চ্যাপেলের সঙ্গে সহমত মার্ক টেলরও। প্রাক্তন অজি অধিনায়ক টেলর বলেছেন, ‘নিঃসন্দেহে ওরা ভারতীয় দলের সেরা দুই তারকা। আর সেরাদের থেকে সেরা পারফরমেন্সের প্রত্যাশা থাকবে। ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বীনরা রান করতে পারে। কিন্তু দলের সেরা প্লেয়ারের থেকে বড় স্কোর প্রয়োজন। গত ১২-১৮ মাস তা হচ্ছে না।’

পছন্দের দুই ভারতীয় তারকাকে রান করার কথা মনে করিয়ে দিলেন বাসিত আলিও। পাকিস্তানের প্রাক্তন ব্যাটার নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘এবার তো রান করতে হবে, পিচ যে রকমই হোক না কেন। রান পেতে হবে যশস্বী, শুভমান, ঋষভ, লোকেশদেরও। মুম্বইয়ে লাল মাটির পিচ। কিউয়িরা হোয়াইটওয়াশ করবে, এমন কথাও শোনা যাচ্ছে। তবে আমার ধারণা সেরকম কিছু হবে না। বরং নিউজিল্যান্ডকে হারিয়ে দীপাবলির উপহার সাজাবে ওরা। উলটোটা হলে, টেস্ট চ্যাম্পিয়নশিপের আশা ছাড়তে হবে।’

মুম্বই টেস্টের জন্য বাসিতের পরামর্শ, এক পেসার ও চার স্পিনার খেলাক ভারত। অশ্বীন, জাদেজা, সুন্দরের সঙ্গে কুলদীপ খেললে লাভবান হবে টিম ইন্ডিয়া। কুলদীপ খেললে স্পিন বৈচিত্র্য বাড়বে। পাশাপাশি কৃতিত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডকেও। বাসিতের কথায়, ‘কিউয়িদের কৃতিত্ব দিতে হবে। সেরাটা দিয়েছে ওরা। বিশেষ করে, তিন বাঁহাতি টম ল্যাথাম, রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ের কথা বলব। মুম্বই টেস্টে ভালোভাবে হোমওয়ার্ক করে নামতে হবে ভারতকে। বর্ডার-গাভাসকার ট্রফির আগে আত্মবিশ্বাস ফিরে পেতে জয় দরকার।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular