মুম্বই: বাংলাদেশ টেস্ট সিরিজের প্রাক্কালে দলীপ ট্রফিতে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহদের না খেলার সিদ্ধান্তে অখুশি সঞ্জয় মঞ্জরেকার। প্রাক্তনীর মতে, বিরাটদের খেলা উচিত ছিল লাল বলের এই টুর্নামেন্টে। খেললে লাভবানই হতেন রোহিতরা।
সামনে তিনটি টেস্ট সিরিজে ১০টি টেস্ট খেলবে ভারতীয় দল। প্রথমে বাংলাদেশ, তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে। বছরের শেষার্ধে অস্ট্রেলিয়া সফর। সঞ্জয়ের মতে, নতুন মরশুমের শুরুতে হওয়া দলীপ ট্রফি টেস্ট-প্রস্তুতির ভালো মঞ্চ হতে পারত। ৫ সেপ্টেম্বর শুরু দলীপে না খেলার ফলে বাংলাদেশ সিরিজের আগে প্রস্তুতির সুযোগ হাতছাড়া করলেন বিরাটরা।
গত ৫ বছরে বিরাট-রোহিত-বুমরাহরা কত ম্যাচ খেলেছেন, তার শতকরা হারও তুলে ধরেছেন প্রাক্তন তারকা। সঞ্জয় মঞ্জরেকারের মতে, শেষ পাঁচ বছরে তিন ফর্ম্যাট মিলিয়ে ভারত ২৪৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এরমধ্যে রোহিত ৫৯ শতাংশ ম্যাচ খেলেছেন। বিরাট ও বুমরাহ যথাক্রমে ৬১ ও ৩৪ শতাংশ। অর্থাৎ, আন্তর্জাতিক সিরিজেও বিশ্রাম পেয়েছেন। এরপরও কেন দলীপ থেকে ছুটি? নির্বাচকদের উচিত ছিল ত্রয়ীকে রেখেই দলীপের দল তৈরি করা।
চলতি বছরে টি২০ বিশ্বকাপ জিতলেও ব্যাটিং চিন্তার জায়গা ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে। বিশেষত শ্রীলঙ্কা সফরে প্রতিপক্ষের স্পিনারদের সামনে রোহিত ব্রিগেডের ব্যাটিং ব্যর্থতা বেশ দৃষ্টিকটূ। ২৭ বছর পর শ্রীলঙ্কার কাছে ওডিআই সিরিজ হারতে হয়েছে। পরবর্তী টেস্ট সিরিজের প্রতিপক্ষ বাংলাদেশ বোলিংয়ের মূল অস্ত্রও স্পিন। মিরাজ-সাকিবদের খেলার চ্যালেঞ্জ থাকবে। সেক্ষেত্রে লাল বলে দলীপ ট্রফিতে রোহিত-বিরাট-বুমরাহকে বিশ্রাম দেওয়া ভুল, দাবি মঞ্জরেকারের।