উত্তরবঙ্গ ব্যুরো: উত্তরবঙ্গের বেশ কয়েকটি পুজোর (Durga Puja) ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এর মধ্যে রয়েছে, চ্যাংরাবান্ধা (Changrabandha) বাইপাস এলাকার মা মহামায়া দুর্গাপুজো কমিটির পুজো। এদিন মেখলিগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ থেকে পুজো প্রাঙ্গণে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে সমগ্র অনুষ্ঠানটি সরাসরি দেখানো হয়। উপস্থিত ছিলেন, মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মুখ্যমন্ত্রী উদ্বোধনের পর প্রশাসনের আধিকারিক ও বিশিষ্টজনেরা মন্দির প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জ্বলন করেন।
নাগরাকাটা (Nagrakata) ব্লকেরও দুটি দুর্গা পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি নাগরাকাটা থানার অন্তর্গত টিআরএ-সাউথ সুখনবাড়ি ও অন্যটি বানারহাট থানার অন্তর্গত ধূমপাড়া এলাকার মদনমোহন যুব সংঘের পুজো। প্রথমটিতে উপস্থিত ছিলেন নাগরাকাটার বিডিও পঙ্কজ কোনার সহ অন্যান্যরা। অন্যটিতে ছিলেন বানারহাটে বিডিও নিরঞ্জন বর্মন সহ প্রশাসনের অন্য আধিকারিকরা। টিআরএ-সাউথ সুখনবাড়ি দুর্গা পুজোর এবার ৩২ তম বর্ষ। উদ্যোক্তারা জানিয়েছেন, এবার তাঁদের পুজোয় প্রাধান্য দেওয়া হচ্ছে সমাজ সচেতনতামূলক নানা কর্মসূচীকে।
আলিপুরদুয়ার (Alipurduar) ২ ব্লকের শামুকতলা দুর্গাবাড়ি এবং কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি হরিবাড়ি পুজোর এদিন ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার সহ অন্যান্যরা। শামুকতলা দুর্গাবাড়িতে স্থায়ী মণ্ডপে পুজো হয়। মণ্ডপ রং করে আলোক মালায় সাজিয়ে তোলা হয়েছে। প্রতিমার মাটির কাজ হলেও রং এবং অঙ্গ সজ্জার কাজ হয়নি। কামাখ্যাগুড়ি হরিবাড়িতে স্থায়ী মণ্ডপে পুজো হলেও কলকাতা হাইকোর্টের আদলে পুজোর প্যান্ডেল তৈরি করা হচ্ছে। প্যান্ডেল তৈরির কাজ এখনো বাকি রয়েছে। তবে প্রতিমা তৈরির কাজ আজ সকালেই শেষ হয়। এদিন শিলিগুড়িতেও সুব্রত সঙ্ঘের পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব।