উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এখনও হাসপাতালে রয়েছেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। সোমবার চিকিৎসাধীন অবস্থায়ই তিনি ভার্চুয়ালি আদালতে হাজির হলেন। এদিন নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় তাঁকে হাজির করানো হয় বিচার ভবনে। তিনি হাজিরা দেওয়ার পর চার্জ গঠন করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। ‘
এদিন ভার্চুয়ালি বিচার ভবনে কাকুকে হাজির করানো হলে বিচারক তাঁকে দেখে জিজ্ঞেস করেন, ‘আপনার শরীর এখন কেমন আছে?’ জবাবে কাকু বলেন, ‘আগের থেকে অনেকটা ভালো আছি।’ এরপরেই বিচারক বলেন, ‘যা তথ্য রয়েছে, তাতে প্রত্যেকের বিরুদ্ধে চার্জগঠন সম্ভব।’ চার্জগঠনের কথা শুনে সুজয়কৃষ্ণ জানতে চান, ‘আমার বিরুদ্ধে কোন ধারায় চার্জগঠন হচ্ছে? বিচারক তাঁকে বলেন, ‘রাজ্যের বিধায়ক মানিক ভট্টাচার্য, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যেমন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত, তেমন আপনিও। বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ায় আপনি কুন্তলদের সঙ্গেই অভিযুক্ত। আপনি লিপস অ্যান্ড বাউন্ডস (Leaps and Bounds) সংস্থার কর্মকর্তা ছিলেন। টাকা তছরুপ প্রতিরোধী আইনের চার নম্বর ধারায় আপনার বিরুদ্ধে চার্জগঠন হচ্ছে।’ বিচারকের সমস্ত কথা শুনে কাকু বলেন, ‘আমি নির্দোষ।’
দীর্ঘদিন ধরে নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি কালীঘাটের কাকু। ইডির মামলায় তাঁর জামিন হলেও এখনও তিনি মুক্তি পান নি। এরই মধ্যে ২ জানুয়ারি জেলের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন সুজয়কৃষ্ণ। জেলের ভেতরেই জ্ঞান হারান। তারপর থেকে তিনি আদালতের নির্দেশেই কলকাতার এক বেসরকারি হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন।