উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকের দিনে ঢাকাতেই ইউরেপিয়ান ইউনিয়নের সদস্যদের সঙ্গে আরও এক গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন মহম্মদ ইউনূস। সূত্রের খবর, এদিন ঢাকায় ইউরোপিয়ান ইউনিয়নের ‘হেড অফ ডেলিগেশন’ হিসাবে উপস্থিত ছিলেন ১৯ জন সদস্যের এক প্রতিনিধি দল। এই দলের নেতৃত্বে ছিলেন মাইকেল মিলার। ঢাকার তেজগাঁওতে নিজ কার্যালয়ে এই বৈঠক সারেন ইউনূস। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেনও।
এদিনের এই বৈঠকে শ্রম অধিকার থেকে বাণিজ্যের সুবিধা সহ নানান বিষয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে। টানা আড়াই ঘন্টা ধরে চলে এই বৈঠক। আর এই বৈঠকেই ইউনিয়নের প্রতিনিধিদের কাছে ইউরোপের দেশগুলির ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় আনার বা অন্যান্য প্রতিবেশী দেশে করার অনুরোধ জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা।
উল্লখ্য, ভারত বাংলাদেশিদের জন্য ভিসা নীতি সীমিত করে দিয়েছে। যার দরুন ইউরোপগামী বাংলাদেশের শিক্ষার্থীদের একটি বড় অংশ দিল্লিতে গিয়ে ভিসা নিতে পারছেন না। ফলে ইউরোপের দেশগুলিতে গিয়ে পড়াশোনার ক্ষেত্রে বড় অসুবিধার মুখে পড়তে হচ্ছে তাঁদের। বাংলাদেশের দাবি, ওই দেশগুলির ভিসা অফিস যদি ঢাকা অথবা অন্যান্য প্রতিবেশী দেশেই স্থানান্তরিত করা হয় তাহলে বাংলাদেশের শিক্ষার্থীদেরও যেমন সুবিধা হবে, তেমনই সুবিধা হবে ইউরোপিয়ান ইউনিয়নেরও। এই প্রসঙ্গে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “বুলগেরিয়া বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার ইন্দোনেশিয়া এবং ভিয়েৎনামে স্থানান্তরিত করেছে। ইউরোপের বাকি দেশগুলিও যাতে সেই পন্থা গ্রহণ করে, তার আহ্বান জানিয়েছে ঢাকা।”