শিলিগুড়ি: গঙ্গাসাগরে (Gangasagar) আগত সন্ন্যাসীদের ওপর অকথ্য অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (Vishwa Hindu Parishad)। এই নিন্দনীয় ঘটনার বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করার দাবি জানিয়েছে তারা। মঙ্গলবার শিলিগুড়িতে (Siliguri) এক সাংবাদিক বৈঠক করেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। সেখানেই সন্ন্যাসীদের উপর অত্যাচারের বিরুদ্ধে সুর চড়ান তাঁরা। কেন দেশজুড়ে সন্ন্যাসীদের উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চলছে, তা নিয়ে প্রশ্ন তোলেন। দেশবাসীকে এই নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলেও তাঁরা বার্তা দেন।
উত্তরপ্রদেশ থেকে গাড়ি করে গঙ্গাসাগর যাওয়ার পথে পুরুলিয়ার কাশীপুরে তিন সন্ন্যাসীকে গণপিটুনির অভিযোগ ওঠে। ভাঙচুর করা হয় গাড়িও। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে কাশীপুর থানার পুলিশ। গণপিটুনির অভিযোগে গ্রেপ্তার করা হয় ১২ জনকে। ঘটনার নিন্দায় সরব হয়েছেন দেশের সন্ন্যাসীরা। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ঘটনার নিন্দা করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। একই সুর তুলেছেন সুকান্ত মজুমদারও।