জীবনযাপন

ভ্যাপসা গরম থেকে স্বস্তি খুঁজছেন? এই বর্ষায় ঘুরে আসুন বাংলার এই চার জায়গায়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভ্যাপসা গরমে অস্বস্তিতে বঙ্গবাসী। তবে এরই মধ্যে সুখবর দিয়েছে হাওয়া অফিস। আগামী সপ্তাহেই মৌসুমী বায়ু বাংলায় প্রবেশ করতে পারে। একবার বৃষ্টির দেখা মিললেই স্বস্তি। আবার বর্ষা এলেই কাছেপিঠে একটু ঘুরে আসতে মন চাইবে সারাক্ষণ। তাই এই বর্ষায় ঘুরে আসতে পারেন বাংলার এই চার জায়গায়।

মুকুটমণিপুর:

একদিকে শাল-পিয়ালের জঙ্গল, অন্যদিকে কংসাবতীর জলাধার। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মুকুটমণিপুর পর্যটনকেন্দ্র ভ্রমণপিপাসু বাঙালিদের যেন হাতছানি দিয়ে ডাকে। বর্ষা এলে এখানেও ঘুরে আসতে পারেন। পরেশনাথ পাহাড়ও রয়েছে। মুসাফিরানা ভিউ পয়েন্ট ও ডিয়ার পার্কও এখানকার অন্যতম আকর্ষণ।

জয়পুরের জঙ্গল:

বাঁকুড়ার এই জঙ্গল কিন্তু বর্ষায় আরও সুন্দর। পায়ের তলায় সবুজের নরম গালিচা, আর মাথার উপর আকাশ ছোঁয়া শাল, সেগুন, টিকের চাঁদোয়া। আর কী চাই? আরণ্যক জীবনেই খুঁজে পাবেন ছুটির অনাবিল আনন্দ। হরিণের দলও দেখা দিতে পারে। হাতির দেথাও পেয়ে যেতে পারেন। থাকার জন্য রিসর্ট পেয়ে যাবেন। নইলে সকালে গিয়ে বিকেলে ফিরতে পারেন।

পারমাদন:

সবুজের অক্সিজেন পারমাদন ফরেস্ট বা বিভূতিভূষণ অভয়ারণ্যেও পেয়ে যাবেন। বনগাঁর কাছের এই জায়গা একেবারে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি। খুব কাছেই থাকতেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই এই নামকরণ। ইছামতী নদীর গা ঘেঁষে শিমুল, অর্জুন, শিশু, শিরীষ গাছের নিরিবিলিতে দুটো দিন কাটাতেই পারেন। বাঁদর, ময়ূর আর খরগোশের আনাগোনা এই অভয়ারণ্যে। আর রয়েছে অজস্র পাখি। ছবি তোলার শখ থাকলে সঙ্গে রাখুন ক্যামেরা। এছাড়া হাতে কাছে দিঘা, মন্দারমণি, তাজপুর, শান্তিনিকেতন তো রয়েইছে। একটু দূরে যেতে চাইলে ডুয়ার্সও যেতে পারেন। বর্ষায় সেখানে সবুজের রাজত্ব থাকে। দামোদর, রূপনারায়ণ এবং হুগলি নদীর সঙ্গমস্থলে অবস্থিত গাদিয়ারাও বেশ ভালো জায়গা।

গড়পঞ্চকোট:

এমনিতেই বর্ষাসুন্দরী পুরুলিয়া। গড়পঞ্চকোট যেন তার মাথার মুকুটের মতো। বর্তমান পুরুলিয়ার নিতুড়িয়া থানা এলাকার এই জায়গাটি ছিল পঞ্চকোট রাজাদের রাজধানী। মাথা উঁচু দাঁড়িয়ে থাকা পঞ্চকোট মন্দির এবং অজস্র স্থাপত্য সেকথা নীরবে প্রমাণ দিয়ে যায়। পর্যটনের প্রসারে মন্দির সাজিয়ে তুলিয়েছে রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের পূরাতত্ত্ব বিভাগ। টেরাকোটার অপরূপ কাজ পর্যটকদের মন ভরিয়ে দেয়।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Puri Rath Yatra | শ্রীক্ষেত্র পুরীতে চাকা গড়ালো রথের, কাল মাসির বাড়ি পৌঁছবেন মহাপ্রভু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জগন্নাথদেবের (Lord Jagannath) রথযাত্রায় মাতল শ্রীক্ষেত্র পুরী।  শ্রী মন্দির থেকে মাসির…

2 mins ago

Durgapur | মায়ের সঙ্গে কথা বলেই…! বেঙ্গালুরুর নার্সিং কলেজ হস্টেলে আত্মঘাতী দুর্গাপুরের তরুণী

দুর্গাপুরঃ নার্সিং পড়তে গিয়ে ভিনরাজ্যে রহস্যজনকভাবে মৃত্যু হল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসার গোপালুপরের এক…

21 mins ago

India-Zimbabwe | ২২ গজে অভিষেকের তাণ্ডব! জিম্বাবোয়েকে ১০০ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে ১৩ রানে হেরে গিয়েছিল ভারত। রবিবার…

1 hour ago

Flood-Landslide in Nepal | বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল, তিনদিনে মৃত ১৪

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে…

2 hours ago

NJP Railway Station | এনজেপি স্টেশন চত্বরে জমে জল, পার হতে ভরসা রিকশাই

মিঠুন ভট্টাচার্য, বাগডোগরা: সমস্যা মেটার নামই নেই নিউ জলপাইগুড়ি (NJP Railway Station) জংশন পার্কিং চত্বর…

2 hours ago

Rahul Dravid | রাহুল দ্রাবিড় ভারতরত্ন পাওয়ার যোগ্য, মন্তব্য গাভাসকারের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাহুল দ্রাবিড় ভারতরত্ন পাওয়ার যোগ্য, এমনই মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি…

2 hours ago

This website uses cookies.