Monday, June 5, 2023
HomeBreaking News‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে মন্তব্যের জের! মমতাকে আইনি নোটিশ পরিচালক বিবেকের

‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে মন্তব্যের জের! মমতাকে আইনি নোটিশ পরিচালক বিবেকের

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠালেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। মঙ্গলবার নোটিশ পাঠানো হয়। সেঅ নোটিশে বলা হয়েছে, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ ছবি চলবে না। নিষেধাজ্ঞা জারি করার বিষয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নির্দেশ দিয়েছিলেন তিনি। সেইপ্রসঙ্গে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির কথাও বলেছিলেন মমতা। এদিন এই নিয়েই তাঁকে নোটিশ পাঠানো হয়। গতকাল মমতা বলেন, ‘দ্য কাশ্মীর ফাইলস কী? এতে কিছু মানুষকে অসম্মান করা হয়েছে। দ্য কেরালা স্টোরি কী? সেটাও বিকৃত করা হয়েছে। বিকৃত করা বিষয়কে বিজেপি কেরালা স্টোরির মধ্যে দিয়ে দেখাচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, কয়েকদিন আগে বিজেপির টাকায় কয়েকজন তারকা রাজ্যে এসেছিলেন। তাঁরা বেঙ্গল ফাইলস বানানোর প্রস্ততি নিচ্ছেন। এসব মন্তব্য নিয়ে সরব হয়েছেন বিবেক অগ্নিহোত্রী। ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির প্রয়োজক অভিষেক আগরওয়াল, পল্লবী যোশীর সঙ্গে সম্মিলিতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছেন বিবেক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments