• দেবজ্যোতি চক্রবর্তী

সানোয়ারা। বর্তমানে অসম সরকারের একটি দপ্তরে অফিসার পদে কর্মরত। বাসে করে অফিস যাতায়াতের পথেই সানোয়ারার সঙ্গে পরিচয়।

২০১৫ সালে স্নাতক হয়েছেন সানোয়ারা। ছয়জনের সংসারে সানোয়ারার উপরেই ভরসা করছিল তাঁর পরিবার। বাড়ি কাজিরাঙ্গার একটি গ্রামে। ছোটবেলাতেই বাবাকে হারিয়েছিলেন সানোয়ারা। মা সামান্য সেলাইয়ের কাজ করতেন। আর সংসার চালানোর জন্য সম্বল ছিল সামান্য কিছু চাষের জমি। অভাব অনটনের সংসার। এই পরিস্থিতি থেকেই ভালো করে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন নিয়ে গুয়াহাটি শহরে এসেছিলেন সানোয়ারা। কিন্তু, স্নাতক হওয়ার পর এক বছর গুয়াহাটি শহরে রুটিরুজির জন্য লড়াই চালালেও টিকে থাকার লড়াইটা চালিয়ে যেতে পারেননি সানোয়ারা।

২০২৩ সালে ফের গুয়াহাটি শহরে ফিরে এসেছেন সানোয়ারা, এবার সরকারি অফিসার হয়ে। বিগত আড়াই বছরে অসমের বুকে সরকারি দপ্তরে যে বিপুল নিয়োগ হয়েছে, সানোয়ারাও তাতে কাজ পেয়েছেন। শুধু সানোয়ারা নন, তাঁর মতো আরও অনেক তরুণ-তরুণী কাজ পেয়েছেন অসম সরকারের বিভিন্ন দপ্তরে। অসমের শাসকদলের দাবি, আড়াই বছরে অন্তত ১ লক্ষ তরুণ-তরুণী সরকারি নিয়োগ পেয়েছেন। আর বেসরকারি নিয়োগকে এর সঙ্গে জুড়লে অন্তত কয়েক লক্ষ বেকার হিমন্ত বিশ্বশর্মার মুখ্যমন্ত্রিত্বে কাজ পেয়েছেন বলেও অসম বিজেপির দাবি। যদিও, বিজেপির দাবি মানতে নারাজ কংগ্রেস। তাঁদের দাবি, যত সংখ্যক কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন হিমন্ত বিশ্বশর্মা, ঠিক ততটা কর্মসংস্থান হয়নি।

অসমের রাজনৈতিক বিশ্লেষক মৃণাল তালুকদারের সঙ্গে কথা হচ্ছিল। অসমের ভোটে কী হতে পারে? তিনি বলছিলেন, বিজেপি সর্বোচ্চ আসন পেতে পারে ১২। সবচেয়ে কম হলে ৯। বাকি পাঁচ-ছয়টা আসনের মধ্যে নগাঁও, ধুবড়ি বিরোধীরা পাবেই। বাকি তিনটি আসনে তাঁর ধারণা, লড়াই হবে। করিমগঞ্জ, জোড়হাট, গুয়াহাটি।

বিজেপিই বেশি আসন পাবে, এটা প্রতিষ্ঠিত সত্য। হিমন্ত বিশ্বশর্মাও জনপ্রিয়। তবু যা শোনা যাচ্ছে, তাতে রাম মন্দির ইস্যু কিন্তু কোনও কাজ করেনি অসমে। হিন্দু শিক্ষিতরা এবার বিজেপিকে ভোট দেয়নি। বিজেপি ভোট পেয়েছে মহিলাদের। উপজাতি ও পাহাড়িরাও ভোট দিয়েছে বিজেপিকে এবং মৃণালবাবুর ধারণা, অসমের বাঙালিরাও অধিকাংশ ভোট দিয়েছেন পদ্মফুলে। ‘প্রায় নিরানব্বই শতাংশ।’

অসমের বিজেপি প্রেসিডেন্ট ভবেশ কলিতার সঙ্গেও কথা হল। তিনি মনে করেন, উন্নয়নের জন্যই দশ শতাংশ ভোট বাড়বে গতবারের তুলনায়। তিনি বিশেষ করে তরুণ ও মহিলাদের ভোট পাওয়ার কথা বলছিলেন। ৩০ লক্ষ মহিলাকে ১২৫০ টাকা করে দেওয়া হচ্ছে প্রতি মাসে। সেটা বিশাল কাজে দেবে বলে কলিতার ধারণা। ‘শেষ আড়াই বছরে ৯৭ হাজার লোক সরকারি চাকরি পেয়েছে। বেসরকারি মিলিয়ে ৪ লাখ হবে। সরকারের লক্ষ্য, পরের বছর ৫০ হাজার সরকারি চাকরি দেওয়া হবে।

ফোনে ধরলাম অসম প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট ভূপেন ভোরাকে। তিনি বলছেন, ‘হিমন্ত বিশ্বশর্মা প্রথমে বলেছিলেন, বিজেপি ১৪ সিট পাবে। পরে বললেন, ১১। আস্তে আস্তে কমছে। আমি নিশ্চিত, কংগ্রেসের ভোট শতাংশ বাড়বে গতবারের তুলনায়। লোয়ার অসমে হবে কি না জানি না। তবে আপার অসমে ভোট বাড়বে। আগেরবার তিনটে আসন পেয়েছি। এবার বাড়বে। আগেরবার অনেক আঞ্চলিক পার্টি আমাদের বিরুদ্ধে ছিল। এবার কিন্তু ওরা আমাদের সঙ্গে। বিজেপি অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। সেটা করেনি।’

ভূপেনবাবু বলছিলেন, ‘অসমে কংগ্রেস প্রতিশ্রুতি পালন করতে পারেনি বলেই আগে ক্ষমতা হারিয়েছে তারা। ঠিক এই কারণেই বিজেপির ভোট এবার কমবে। তারাও প্রতিশ্রুতি পালন করতে পারেনি।’

এইসব দাবি ও পালটা দাবির মধ্যেই বিজেপি অনেকটা নিশ্চিত অসমে।

(লেখক সাংবাদিক। গুয়াহাটির বাসিন্দা)

Uttarbanga Sambad

Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Recent Posts

Oath Controversy | দিল্লির পথে রাজ্যপাল, বিধানসভার বাইরে বোসের অপেক্ষায় সায়ন্তিকা ও রায়াত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সায়ন্তিকা ও রায়াতের শপথ নিয়ে মিলছে না সমাধানসূত্র। একদিকে রাজভবনে (Rajbhawan)…

15 mins ago

Arunachal Pradesh | ফোন ব্যবহার করায় স্কুলের শাস্তি! পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়ম না মেনে স্কুল চত্বরে ফোন ব্যবহার করেছিল এক ছাত্র। তার…

26 mins ago

Islampur | স্কুল ভবনের নীচ থেকে সরছে মাটি, নির্মাণে দুর্নীতির সন্দেহ অভিভাবকদের

শুভজিৎ চৌধুরী, ইসলামপুর: নতুন ভবন তৈরি হয়েছে স্কুলে(School)। সেখানে রয়েছে দুটো ক্লাসরুম এবং একটি বাথরুম।…

28 mins ago

Arjun-Malaika | অর্জুনের জন্মদিনে অনুপস্থিত মালাইকা! বিচ্ছেদের পর বন্ধুত্বেও ইতি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি শোনা গিয়েছিল সম্পর্কে ইতি টেনেছেন অর্জুন কাপুর ও মালাইকা আরোরা…

29 mins ago

Karachi | করাচির রাস্তায় পড়ে একের পর এক দেহ! নেপথ্যে কি মাদকযোগ?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের করাচিতে (Karachi) একের পর এক রহস্যমৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।…

46 mins ago

Arvind Kejriwal | কেজরিকে গ্রেপ্তার করল সিবিআই, আদালতেই অসুস্থ হয়ে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আদালত কক্ষের ভেতরেই অসুস্থ হয়ে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (CM…

1 hour ago

This website uses cookies.