মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

US Election 2024 | ভোটদান চলছে আমেরিকায়, ফল জানা যাবে কখন?

Date:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোট চলছে আমেরিকায়। আগামী ৪ বছরের জন্য হোয়াইট হাউসের মসনদে ট্রাম্প না কমলা কে বসতে চলেছেন তার ইঙ্গিত মিলে যাবে আগামীকালই। জানা গেছে ভারতীয় সময় অনুযায়ী আগামীকাল সকাল সাড়ে ৬টা পর্যন্ত ভোট পর্ব চলবে। তারপরেই শুরু হবে গণনা পর্ব। তবে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী, ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের মধ্যে কে জয়ী হবেন, তা ভোটারদের সরাসরি ভোটে নির্ধারিত হবে না। জয়ী-পরাজিত নির্ধারিত হবে একেকটি প্রদেশের নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে। আমেরিকার ৫০টি প্রদেশের একটিতে জয়ী হওয়ার অর্থ সংশ্লিষ্ট প্রার্থী সেই প্রদেশের সব ক’টি ‘ইলেক্টোরাল কলেজ’ ভোট পেয়ে যাবেন।

যেমন, টেক্সাসে ৪০ জন ইলেক্টর রয়েছেন। কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্প, যিনি এই প্রদেশে বেশি ভোট পাবেন, তিনিই প্রদেশের ৪০ জন ইলেক্টরকে জিতে নেবেন। এইভাবে গোটা আমেরিকায় ইলেক্টোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮। সেক্ষেত্রে প্রেসিডেন্ট হতে কমলা বা ট্রাম্পকে ইলেক্টোরাল কলেজের ন্যূনতম ২৭০টি ভোট পেতেই হবে।

যেহেতু আমেরিকার ৫০ টি স্টেট সব মিলিয়ে মোট ৩ টি টাইম জোনে বিভক্ত তাই একেক স্টেটে একেক সময় ভোট গ্রহণ শুরু হয়। তবে মঙ্গলবার ‘ইস্টার্ন টাইম জোন’ অনুযায়ী স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় থেকে ভোট গণনা শুরু হওয়ার কথা। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী, বুধবার ভোর থেকে। তার পর কয়েক ঘণ্টার মধ্যেই বোঝা যাবে হাওয়া কোনদিকে। প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটির পাশাপাশি ১০০ সদস্যের সেনেটের ৩৪টি এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসের ৪৩৫ আসনের ভোটগ্রহণও চলছে এই মুহূর্তে।

Share post:

Popular

More like this
Related

Tesla | ভারতে কর্মী নিচ্ছে টেসলা, মোদি-মাস্কের বৈঠকের পরই এদেশের বাজারে বিনিয়োগের ইঙ্গিত?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতে কর্মী নিয়োগ শুরু করল...

ICC Champions Trophy | দুবাই যেতে পারবেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরা! শর্তসাপেক্ষে সুর নরম বোর্ডের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি(ICC Champions Trophy)...

Sujay Krishna Bhadra | ‘কালীঘাটের কাকু’র অন্তর্বর্তী জামিন, শর্ত বেঁধে দিল হাইকোর্ট

কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে...

Toronto Airport | অবতরণের সময় বিপত্তি! টরেন্টো বিমানবন্দরে যাত্রী সহ উলটে গেল বিমান, আহত ১৮

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবতরণের সময় ৮০ জন যাত্রী...