Top News

ভোট আসলেই প্রতিশ্রতি মেলে রাস্তা নির্মাণের, হয়না বাস্তবায়ন, ভোটে উৎসাহ নেই ভগবানপুরে

সামসীঃ প্রতিবছর ভোট আসে ভোট যায় কিন্তু রাস্তাটি আর পাকা হয়না। অথচ প্রতিবার ভোটের সময় আসলেই হাজারো প্রতিশ্রুতি মেলে। সব দলই রাস্তাটি পাকা করার জন্য হাজারো প্রতিশ্রুতি দেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়না। সামসী পঞ্চায়েত এলাকার নিমতলা থেকে ভগবানপুর গ্রামতলা(ভায়া গড়িয়াল)অবধি রাস্তাটির হাল বেহাল। খানাখন্দে ভরা রাস্তাটি বর্তমানে জলকাদায় ভরা। স্বাধীনতার প্রায় পঁচাত্তর বছর পেরিয়ে গেলেও প্রায় দুই কিমি দৈর্ঘ্য কাচা রাস্তাটি আজও পাকা হয়নি। ওই বেহাল রাস্তা দিয়ে একটু বৃষ্টি হলেই পায়ে হেঁটেও চলা দায়। এনিয়ে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। বেহাল রাস্তার দরুন ভোট নিয়ে তেমন আগ্রহ নেই বাসিন্দাদের মধ্যে।

নিমতলা থেকে ভগবানপুর গ্রামতলা(ভায়া গড়িয়াল)অবধি কাচা মাটির রাস্তাটি দিয়ে চলাচল করেন নিমতলা, ভগবানপুর, সাহাড়াতলা, পিন্ডল তলা, মহেশপুর, শ্রীপুর, লক্ষীপুর, আন্ধারু প্রভৃতি গ্রামের মানুষ। সামসী রতনপুর হাট যেতে রাস্তাটি ব্যবহার করেন তারা। এছাড়াও সামসী রেলগেটে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকলে এই রাস্তাটিই ভরসা স্থানীয়দের।

ভগবানপুর গড়িয়ালপাড়ার বাসিন্দা আনিসুর রহমান ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, রাস্তাটির দৈর্ঘ প্রায় দু কিমি। পুরোটাই কাচা মাটির। বর্তমানে রাস্তাটি দিয়ে চলা যায়না। জলকাদায় ভরে রয়েছে পুরো রাস্তা। এবড়ো খেবড়ো ও বড়ো বড়ো গর্তে ভর্তি। বর্ষাকালে পুরো রাস্তায় জলকাদায় ভরে থাকে। বাইক, সাইকেল নিয়ে চলা যায়না। হাঁটু সমান কাদার ওপর দিয়ে যাতায়ত করতে হয়। এদিকে সুখা মরসুমেও চলা দায়। যারপরনাই ওই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে।

স্থানীয় এক বাসিন্দা সেরাজুল ইসলাম জানান, বেহাল রাস্তার দরুন এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসার ছেলে মেয়েরা ভীষণ সমস্যায় পড়ছে। এলাকার কৃষক, ব্যবসায়িক মহল সকলেই বেহাল রাস্তার দরুন ক্ষুব্ধ। এদিকে বেহাল রাস্তার দরুন গ্রামে অ্যাম্বুল্যান্স যায়না। যার কারণে প্রসূতি মায়েরা জরুরিকালীন পরিষেবা পাচ্ছেননা।

এলাকার বাদিন্দা আব্দুর রশিদের বক্তব্য, প্রতিবছর ভোট আসে ভোট যায় কিন্তু রাস্তাটি আর পাকা হয়না। অথচ প্রতিবার ভোটের সময় আসলে হাজারো প্রতিশ্রুতি মেলে। সব দলই রাস্তাটি পাকা করার জন্য হাজারো প্রতিশ্রুতি দেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাঁর অভিযোগ, ভোট চলে গেলে আর কারো দেখা মেলেনা। রাস্তাটি পাকা করার ব্যাপারে পঞ্চায়েত, ব্লক, বিডিও, মহকুমা প্রশাসন, বিধায়ক, এমপি সকলকে জানানো হলেও আজও রাস্তা পাকা হয়নি। পঞ্চায়েত থেকে মাঝে মধ্যে খানাখন্দ পূরণে দু চার ডালি মাটি ঢালা হত রাস্তায়। ব্যস ওই পর্যন্তই। তাই এলাকার বাসিন্দারা চাইছেন খুব শীঘ্রই রাস্তাটি প্রশাসনিক উদ্যোগে পাকা করা হোক।

এবিষয়ে জানতে চাওয়া হলে রতুয়া-১ ব্লকের বিডিও রাকেশ টোপ্পো জানান, সামসীর নিমতলা থেকে ভগবানপুর গ্রামতলা অবধি প্রায় দুই কিমি রাস্তাটির জন্য পথশ্রী প্রকল্পে ৬৪ লাখ ৯৬ হাজার ৪৯৩ টাকা মঞ্জুর হয়েছে। ওই বরাদ্দ অর্থে কংক্রিটের ঢালাই করে পাকা রাস্তা নির্মাণ করা হবে। ভোটপর্ব মিটলেই কাজ শুরু হবে বলে জানান বিডিও।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Andhra Pradesh | মুখোমুখি সংঘর্ষের পরই বাস-লরিতে আগুন, মৃত ৬, জখম ২০

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লরির সঙ্গে বাসের সংঘর্ষে দাউদাউ করে জ্বলে উঠল দুটি গাড়িই। ঘটনায় …

4 mins ago

Madarihat | দুই দশক ধরে বক আগলে মাস্টারপাড়ার বকবুড়ি

মোস্তাক মোরশেদ হোসেন, রাঙ্গালিবাজনা: মুজনাই নদীর পাড়ের মহল্লাটায় পাশাপাশি দুটি বাঁশঝাড়ে অগুনতি বক। স্থানীয়রা বলছেন,…

20 mins ago

CBSE Class 10th Result | সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় নজরকাড়া ফল চালসার স্নেহার

চালসা: সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় (CBSE Class 10th Result) ভালো ফল করে তাক লাগাল জলপাইগুড়ির…

25 mins ago

Buxa Tiger Reserve | চড়া রোদে পাহাড়ি নদী, ঝোরা শুকিয়ে কাঠ, ট্যাংকার থেকে জল কৃত্রিম জলাধারে

মণীন্দ্রনারায়ণ সিংহ, আলিপুরদুয়ার: বন্যপ্রাণীদের তেষ্টা মেটাতে আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছে বন দপ্তর। বক্সা টাইগার রিজার্ভ…

33 mins ago

Lift Collapse | তামার খনিতে ছিঁড়ে পড়ল লিফট, আটকে ১৪ জন, পরে উদ্ধার

জয়পুর: হিন্দুস্থান কপার লিমিটেডের কোলিহান খনিতে লিফট ছিঁড়ে পড়ল। মঙ্গলবার রাতে রাজস্থানের ঝুনুঝুনু জেলায় এই…

60 mins ago

North Bengal University | এনবিইউ-এর নয়া আবিষ্কার, আর্সেনিকের বিষ ঠেকাবে গুতুম মাছের ব্যাকটিরিয়া

শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি: জীব সৃষ্টির আদি সময় থেকেই পৃথিবীর সর্বত্র তাদের অবাধ বিচরণ। নেদারল্যান্ডসের বিজ্ঞানী…

1 hour ago

This website uses cookies.