নয়াদিল্লি: ওয়াকফ সংশোধনী আইন ঘিরে সংখ্যালঘুদের মধ্যে অসন্তোষের মধ্যেই তিন বছর পর কেন্দ্রীয় মন্ত্রীসভায় এবার মুসলিম মুখ ঠাঁই পেতে চলেছে। বিজেপি সূত্রের খবর, মন্ত্রীসভায় একজন পসমন্দ মুসলিম মুখকে আনার ব্যাপারে চিন্তাভাবনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস মন্ত্রে জোর দিতেই এই চিন্তাভাবনা চলছে।
তবে যাঁকেই আনা হোক, তাঁকে সংখ্যালঘু মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হতে পারে। নতুন বিজেপি সভাপতি নির্বাচনের পর মে-জুলাই মাসে মন্ত্রীসভার রদবদল করা হতে পারে। বিজেপিতে বর্তমানে দুজন মুসলিম নেতা রয়েছে। তাঁদের মধ্যে একজন হলেন রাজ্যসভার সাংসদ গুলাম আলি খাতানা এবং অপরজন হলেন দলের সংখ্যালঘু মোর্চার জামাল সিদ্দিকি। খাতানা জম্মু ও কাশ্মীরের নেতা। মহারাষ্ট্রের নেতা সিদ্দিকি যদি মন্ত্রী হন তাহলে তাঁকে রাজ্যসভাতেও আনা হতে পারে।
বিজেপির এক শীর্ষ নেতা বলেন, ‘যাঁকেই বেছে নেওয়া হোক, তিনি পসমন্দা সম্প্রদায়ের হবেন।’ মোদি জমানায় শেষবার কেন্দ্রে মন্ত্রী হয়েছিলেন বিজেপি নেতা মুক্তার আব্বাস নাকভি। কিন্তু ২০২২ সালের জুলাই মাসে তিনি পদত্যাগ করার পর আর কোনও মুসলিম মুখকে মন্ত্রীসভায় আনা হয়নি। তৃতীয় মোদি সরকারেও কোনও মুসলিম মন্ত্রী করা হয়নি। বিজেপির অন্যতম মুসলিম নেতা তথা অটলবিহারী বাজপেয়ী মন্ত্রীসভার সদস্য শাহনওয়াজ হুসেনকেও বিহারে সীমাবদ্ধ রাখা হয়েছে।