উত্তরবঙ্গ

বনবস্তি সহ জঙ্গলে সতর্কতা জারি, এলাকাজুড়ে দিনরাত নজরদারি

ময়নাগুড়ি: জঙ্গলে হাই অ্যালার্ট জারি করল বন দপ্তর। শুধু জঙ্গলই নয়, নজরদারির তালিকায় আনা হল একাধিক বনবস্তিকেও।  গরুমারা এবং জলপাইগুড়ির আওতাধীন ময়নাগুড়ি ব্লকের বুধুরাম, কালীপুর, চাটুয়া, কালামাটি, চ্যাংমারি বনবস্তি সহ পার্শ্ববর্তী জঙ্গল ঘেঁষা এলাকাগুলির নিরাপত্তা আঁটোসাঁটো করল বন দপ্তর।

গরুমারার পাশাপাশি জলঢাকা, মূর্তি, ডায়না নদীর সুদীর্ঘ পথ ও নদী লাগোয়া বিস্তীর্ণ বনাঞ্চল, ঘাসবনজুড়ে শুরু হয়েছে বন দপ্তরের নজরদারি। হেঁটে নজরদারির পাশাপাশি কুনকি হাতি এবং উঁচু ওয়াচটাওয়ারের থেকে নজরদারি শুরু হয়েছে। এক্ষেত্রে ড্রোন ক্যামেরার সাহায্য নেওয়া হচ্ছে। জঙ্গলের পথে চলছে নাকা চেকিং।

সম্প্রতি অসমের চোরাশিকারিদের হাতে একটি গন্ডারের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে৷ এরপরই গরুমারা জঙ্গলের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। গন্ডার সুরক্ষায় কোনওভাবেই নিরাপত্তার খামতি রাখতে নারাজ বন দপ্তর। বৃহস্পতিবার সকাল থেকে গরুমারা দক্ষিণ রেঞ্জের বনকর্মীরা জঙ্গলের বিভিন্ন জায়গার পাশাপাশি বনবস্তিগুলিতে নজরদারি শুরু করে। প্রতিটি বনবস্তি ঘুরে দেখেন ওই রেঞ্জের আধিকারিক সহ কর্মীরা। গরুমারা দক্ষিণের রেঞ্জ অফিসার সুদীপ দে বলেন, ‘জঙ্গলের ভিতরে নজরদারি চালানোর সঙ্গে প্রতিটি বনবস্তিকে এবার নজরদারির আওতায় রাখা হচ্ছে। দিন-রাত সবসময় বনকর্মীরা টলদারি চালাচ্ছেন। দিনের পাশাপাশি রাতে প্রতিনিয়ত গরুমারা সহ পার্শ্ববর্তী এলাকাজুড়ে নজরদারি চলছে।’

উল্লেখ্য, ময়নাগুড়ি ব্লকের রামশাইতে আগেও হাই অ্যালার্ট জারি হয়েছিল। এবার নতুন করে গরুমারায়ায় হাই অ্যালার্ট জারির পর রামশাইয়ের নিরাপত্তাও আঁটোসাঁটো করা হচ্ছে। জঙ্গল ঘেঁষা বনবস্তিতে আশ্রয় নিয়ে কেউ যাতে অপরাধ করতে না পারে সেজন্য সতর্ক থাকার আবেদন জানান বনকর্মীরা। বন দপ্তরের পাশাপাশি পুলিশও নজরদারি চালাচ্ছে। গরুমারা দক্ষিণ রেঞ্জের পাশাপাশি জলপাইগুড়ি বন বিভাগের রামশাই রেঞ্জের বনাঞ্চলেও নজরদারি অব্যাহত। পাশাপাশি সন্দেহভাজন কাউকে দেখামাত্রই চলছে জিজ্ঞাসাবাদ। কাজে লাগানো হচ্ছে স্নিফার ডগও। অতীতে ডুয়ার্সের বিভিন্ন জঙ্গলে চোরাশিকারিদের আনাগোনা সামনে এসেছিল। গরুমারা, নাথুয়া জঙ্গল ঘেঁষা জলঢাকার ঘাসবনে শিকারিদের উপস্থিতি জানা গিয়েছিল। কয়েকজন শিকারিকে আটকও করা হয়েছিল। তাই নদী সংলগ্ন এলাকাকে নজরদারির আওতাভুক্ত করে বন দপ্তর নজরমিনার থেকে নজরদারি চালাচ্ছে। রামশাইতে জলঢাকার বাঁধের ওপরেও ক্যাম্প চালু করেছে বন দপ্তর। সেখানে দিন-রাত বনকর্মীরা থাকছেন।

জলপাইগুড়ি বন বিভাগের ডিএফও তথা গরুমারা বন্যপ্রাণ বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক বিকাশ ভি বলেন, ‘নিরাপত্তা সুনিশ্চিত করতেই জঙ্গল সহ লাগোয়া এলাকায় নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা। জারি হয়েছে কড়া সতর্কতা।’

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Mamata Banerjee | কংগ্রেসের সঙ্গে রাজ্যে বিরোধ, অথচ রাহুলের পাশেই দাঁড়ালেন মমতা! কেন?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একইদিনে পূর্ব বর্ধমানে উপস্থিত মোদি-মমতা। মোদি (PM Narendra Modi) বর্ধমান ছাড়তেই…

3 mins ago

Alipurduar Shital Pati | অসহ্য তাপপ্রবাহ, আরাম পেতে কদর বাড়ছে শীতলপাটির

পল্লব ঘোষ, আলিপুরদুয়ার: দিন-দিন পারদ চড়ছেই। এই গরমে ভরসা ফ্রিজের জল, ফ্যান, এসি। শুধু তাই…

4 mins ago

Dev | দেবের কপ্টারে আগুন! উড়ানের পরই জরুরি অবতরণ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেবের (Dev) কপ্টারে আগুন! উড়ানের পরই মালদায় (Malda) জরুরি অবতরণ করানো…

20 mins ago

Mini fan demand | গরমে স্বস্তির খোঁজ, বাড়ছে মিনি ফ্যানের চাহিদা

শতাব্দী সাহা, চ্যাংরাবান্ধা: তাপমাত্রার পারদ চড়তে না চড়তেই ইলেক্ট্রনিক্সের দোকানগুলি নানা ধরনের ফ্যান, কুলারে ভরে…

23 mins ago

Covishield | ‘নতুন করে পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা নেই’, কোভিশিল্ড নিয়ে অভয়বাণী ডাক্তারদের

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: কোভিশিল্ড (Covishield) ভ্যাকসিনের (Covid-19 Vaccine) পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে দাঁড়িয়ে স্বীকার করে নিয়েছে…

23 mins ago

Madhyamik Result | মাধ্যমিকে ভালো ফল, ভবিষ্যতে শিক্ষক হতে চায় দৃষ্টিহীন শংকর

দেবদর্শন চন্দ, কোচবিহার: মনে ইচ্ছে আর অদম্য জেদ থাকলে কী না সম্ভব! তারই প্রমাণ রাখল…

27 mins ago

This website uses cookies.