সোমবার, ২৪ মার্চ, ২০২৫

Washim Akram | ভাইরাল গাভাসকারের ডান্স-সেলিব্রেশন, পাকিস্তানে খেললেও জিতত ভারত : আক্রাম

শেষ আপডেট:

দুবাই : সমালোচকদের চুপ করিয়ে চ্যাম্পিয়নের শিরোপা। গোটা টুর্নামেন্টে প্রতি বিভাগে প্রতিপক্ষকে টেক্কা দিয়েছে খেতাব জয়। উত্তেজক ফাইনালে যার সামনে শেষপর্যন্ত হার মানে নিউজিল্যান্ড। পাক কিংবদন্তি ওয়াসিম আক্রামের মুখে যে দাপটের কথা। রোহিত ব্রিগেডের পাশে দাঁড়িয়ে আক্রামের বিরাট-দাবি-ভারত যেখানেই খেলত, জিতত।

‘দুবাইয়ে সব ম্যাচ খেলার সুবিধা পেয়েছে’, নিন্দুকদের যে দাবিকে নস্যাৎ করে আক্রামের পালটা দাবি, পাকিস্তানে খেললেও চ্যাম্পিয়ন হত ভারতই। পাক ‘সুইং কিং’ বলেন, ‘বিশ্বের যে কোনও প্রান্তেই জিতত ভারত। দুবাইয়ে ভারতের সব ম্যাচ খেলা নিয়ে প্রচুর বিতর্ক, সমালোচনা হয়েছে। তবে বাস্তব হল, ওরা যদি পাকিস্তানেও খেলত, তাও চ্যাম্পিয়ন হত।’

টি২০ বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফি, পরপর দুই বছরে অপরাজিত থেকে আইসিসি ট্রফি জয়। আক্রাম যে পরিসংখ্যান তুলে ধরে বলেছেন, ‘গতবছর কোনও ম্যাচ না হেরে টি২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারই পুনরাবত্তি। যা বুঝিয়ে দেয় ভারতীয় ক্রিকেটের গভীরতা, ওদের লিডারশিপ দক্ষতা।’

পাক কিংবদন্তির মতে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রবল চাপে ছিল ভারতীয় দল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়া, অস্ট্রেলিয়ায় ব্যর্থতা, শ্রীলঙ্কাকে গিয়েও হেরেছিল। নেতৃত্ব বদলের দাবি পর্যন্ত উঠছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দল, কোচ, অধিনায়কের পাশে থেকেছে। যার প্রতিফলন চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

অজয় জাদেজার অবশ্য একটাই আক্ষেপ, জয়টা যদি লাহোরে আসত। প্রাক্তন তারকা বলেছেন, ‘আমি ভারতীয়। সবসময় চাইব দলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে। তবে আমার মতে, সাফল্যটা লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আসলে আরও ভালো হত। সবার জন্যই ভালো হত।’

এদিকে, ম্যাচের পর রোহিতদের সাফল্যে উচ্ছ্বসিত সুনীল গাভাসকারের ‘নাচের ভিডিও’ রীতিমতো ভাইরাল। বাচ্চাদের মতো নাচতে দেখা যায় কিংবদন্তিকে। আনন্দে কোমর দোলালেন, কে বলবে সত্তরের কোটায় ইতিমধ্যেই পা রেখেছেন!

সানির নাচ দেখে রীতিমতো অবাক সঞ্চালক মায়ান্তি ল্যাঙ্গারও। আপ্লুত হরভজন সিংরাও। কমেন্ট্রি বক্সে থাকা হরভজন বলেছেন, ‘কারও উচিত নয় গাভাসকারজিকে আটকানো। এটা অসাধারণ মুহূর্ত। তাঁকে দেখে ক্রিকেট খেলতে শিখেছি আমরা। আমাদের সৌভাগ্য, এই সাফল্যের শরিক উনিও। আমাদের সঙ্গে উনিও আনন্দে মাতছেন।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

IPL 2025 | ঈশানের বিধ্বংসী শতরান, ৪৪ রানে রাজস্থানকে হারিয়ে আইপিএলে যাত্রা শুরু হায়দরাবাদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে ৪৪ রানে রাজস্থান...

India-West Indies Test | ইডেনে পুজোর পর ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, সেপ্টেম্বরে ভারতে মহিলা বিশ্বকাপ

কলকাতা: আগামী বছর ভারতের মাটিতে টি২০ বিশ্বকাপ। তার আগে...

Virat Kohli | বিরাট আইপিএলের অরিজিনাল গ্যাংস্টার, উপলব্ধি কিং খানের

অরিন্দম বন্দ্যোপাধ্যায়, কলকাতা: এমন তকমা কি আগে পেয়েছেন বিরাট...

CSK Vs MI | আইপিএলের এল ক্লাসিকোর আগে অনুশীলনে ডুবে মাহি, অফ-ফর্ম নিয়ে চিন্তিত নন সূর্য

চেন্নাইঃ লক্ষ্যটা দুই দলের কাছে এক। ষষ্ঠ আইপিএল ট্রফি...