শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

Water crisis | শিলিগুড়িতে সঙ্কট নেই পানীয় জলের, আতঙ্ক ছড়াচ্ছে বিরোধীরা, দাবি মেয়রের

শেষ আপডেট:

শিলিগুড়িঃ পুরনিগমের সরবরাহ করা জল বর্তমানে পানের অযোগ্য হলেও শিলিগুড়িতে সংকট নেই পানীয় জলের। শুক্রবার এমনটাই দাবি করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পাশাপাশি মেয়রের অভিযোগ, পরিকল্পিতভাবে শিলিগুড়িতে পানীয় জল নিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে বিরোধীরা।

এদিন সাংবাদিক সম্মেলন করে মেয়র গৌতম দেব জানান, শিলিগুড়িতে পানীয় জলের সংকট নেই। শহরের প্রতিটি ওয়ার্ডেই দুবেলা করে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি শহরজুড়ে বিতরণ করা হচ্ছেন পানীয় জলের পাউচ প্যাকেট। এত কিছু সত্ত্বেও শিলিগুড়িতে পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। পুরো ষড়যন্ত্র করে পুরনিগমে এসে হুজ্জতি করছে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি। মানুষই এর জবাব দেবেন।

এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শহরে আরও পানীয় জলের সরবরাহ বাড়ানো হয়েছে। গতকাল পর্যন্ত ২৬টি ট্যাংকের সাহায্যে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হয়েছে। আজ থেকে শহরে জলসরবরাহ করা হবে ৭৫টি ট্যাংকের সাহায্যে। এই অতিরিক্ত ট্যাংক গুলো আনা হয়েছে, মিরিক, ইসলামপুর ও জলপাইগুড়ি থেকে। গতকাল পর্যন্ত ১ লাখ জলের পাউচ প্যাকেট বিতরণ করা হয়েছে, আজ সেটা বাড়িয়ে ২ লাখ পাউচ প্যাকেট করা হয়েছে। আগামীকাল থেকে প্রতিদিন দেওয়া হবে ৩ লাখ করে। এই জলের পাউচ প্যাকেট তৈরির জন্য দুটি মেশিন আনা হচ্ছে আলিপুরদুয়ার ও মালদা থেকে।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

More like this
Related

Pahalgam | পহেলগাঁওয়ে হামলা চালানো জঙ্গিদের দেখেছেন! মহিলার দাবির পরই কাঠুয়ায় চিরুনি তল্লাশি শুরু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও (Pahalgam) কাণ্ডে অভিযুক্ত চার...

Baishnabnagar | নেপথ্যে ঋণের চাপ! গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়লেন দম্পতি

বৈষ্ণবনগর: গলায় ফাঁস দিয়ে মৃত্যু হল মাঝবয়সি এক দম্পতির।...

Kaliachak | উত্তরপ্রদেশে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে পরিযায়ী শ্রমিকদের, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

কালিয়াচক: বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ফের কালিয়াচকের পরিযায়ী শ্রমিকদের ওপর...

Malda | মালদা কংগ্রেসের জেলা সভাপতি পদে ফের ডালুতেই আস্থা দলের

মালদা: জেলা সভাপতির পদে ফের আবু হাসেম খান চৌধুরীকে...