উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চুলের যত্নে হেয়ার-স্পা, দামী শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করেন অনেকে। কিন্তু তাতেও কমে না চুল পড়া। তবে এসব ছেড়ে চাইলে একবার ঘরোয়া টোটকাও মেনে দেখতে পারেন। চুলের যত্নে ফিটকিরি (Hair Care) কিন্তু বেশ সাহায্য করে। মাথার ত্বকে জমা নোংরা, খুশকি তাড়াতে, চুলের গোড়ায় সংক্রমণের ঝুঁকি কমাতে ফিটকিরি ব্যবহার করতে পারেন।
মূলত ফিটকিরিতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিড্যানড্রফ উপাদান। এই উপাদানগুলি চুলের যত্ন নেয়। সেই সঙ্গে চুল পড়া কমায়। মাথার ত্বক অত্যধিক তৈলাক্ত হয়ে গেলে চুল ঝরার পরিমাণ বেড়ে যায়। ফিটকিরি মাথার ত্বকের বাড়তি তেল নিয়ন্ত্রণ করে। তবে চুলের যত্নে কীভাবে ফিটকিরি ব্যবহার করবেন, তা জেনে নিন।
ফিটকিরির জল
এক চামচ ফিটকিরি পাডউার আধকাপ জলে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ভালো করে মাথার ত্বকে এবং চুলের গোড়ায় মালিশ করুন। এতে মাথার ত্বকের রক্ত সঞ্চালন ভালো হবে। চুল ঝরাও কমবে।
ফিটকিরি এবং নারকেল তেল
১ চামচ ফিটকিরির সঙ্গে ২-৩ চামচ নারকেল তেল গরম করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মাথার ত্বকে ভালো করে মালিশ করে নিন। ৩০-৪৫ মিনিট পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ বার ব্যবহার করলেই চুল পড়া কমবে।
ফিটকিরি এবং গোলাপজল
১ টেবিল চামচ ফিটকিরির সঙ্গে ৩-৪ চামচ গোলাপজল মিশিয়ে নিন। এই মিশ্রণটি স্প্রে বোতলে ভরে রাখুন। চুলের গোড়ায় এই মিশ্রণ স্প্রে করে মাসাজ করুন। কিছুক্ষণ অপেক্ষা করে শ্যাম্পু করে নিন।