Wednesday, May 31, 2023
HomeBreaking NewsHS Result 2023: কখন, কীভাবে জানবেন রইল বিস্তারিত

HS Result 2023: কখন, কীভাবে জানবেন রইল বিস্তারিত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2023)। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Higher Secondary Education) এর তরফে জানানো হয়েছে, বুধবার বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে এই ফলপ্রকাশ করা হবে।

২৪ মে বেলা সাড়ে ১২টা থেকে অনলাইনে জানা যাবে পরীক্ষার ফলাফল (HS Result Date and Time 2023)। অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in এ রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা। যেখানে পড়ুয়াদের প্রতিটি বিষয়ের নম্বর, প্রাপ্ত গ্রেড সহ যাবতীয় তথ্য থাকবে।

আরও পড়ুন: ‘মোদিই দ্য বস’, নমো-বন্দনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

এ বছর পরীক্ষা দিয়েছিল প্রায় ৮ লক্ষের কাছাকাছি। চলতি বছর (HS Exam Date 2023 West Bengal) ১৩ মার্চ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়। চলে ২৭ মার্চ পর্যন্ত। বুধবার ফল প্রকাশ হলেও রেজাল্ট মিলবে ৩১ তারিখ থেকে।

স্কুল থেকেই সংগ্রহ করতে হবে মার্কশিট। সঙ্গে লাগবে অ্যাডমিট কার্ড। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (West Bengal Higher Secondary Board Result 2023) অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ২০২১ সালে করোনার কারণে মাধ্যমিক পরীক্ষা না দিয়েই পাশ করিয়ে দেওয়া হয় এই পড়ুয়াদের।

ফলে এটাই তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা। ফলে এবার উচ্চমাধ্যমিকে কত শতাংশ ছাত্রছাত্রী পাশ করে, তা জানতে সকলের নজর থাকবে। তিনটি অফিসিয়াল সাইট (HS Result West Bengal Website) থেকে নির্দিষ্ট নিয়ম মেনে যে কেউ ফলাফল (West Bengal Higher Secondary Result 2023) জানতে পারবে।

এই তিনটি সাইট হল-

• https://www.wbresults.nic.in
• https://www.wbchse.wb.gov.in
• https://indiaresults.in

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছিল, জুন মাসের প্রথম সপ্তাহে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হতে পারে। কিন্তু, পরে সেই সময় খানিকটা এগিয়ে এসেছে বলে জানান সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সাধারণত মাধ্যমিকের পরই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হয়। এবছরও অন্যবারের মতোই মাধ্যমিকের ফল প্রকাশের ৫ দিনের মাথায় ফলাফল প্রকাশ হবে উচ্চ মাধ্যমিকের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments