উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বৃষ্টির জেরে উত্তরবঙ্গে মনোরম আবহাওয়া। কিছুটা হলেও ফিরেছে শীতল অনুভূতি। বৃহস্পতিবার সকাল থেকে শিলিগুড়িতে আংশিক মেঘলা আকাশ। এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা অথবা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন হালকা ঝড়বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। সপ্তাহান্তে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তারপর ধীরে ধীরে উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়বে।
অন্যদিকে, দোলের পর দক্ষিণবঙ্গেও বাড়বে তাপমাত্রা। চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার বেশি থাকবে।
দোলের আগের দিনই কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। পানাগড়, ডায়মন্ড হারবার, বাঁকুড়া, কলাইকুন্ডা, পুরুলিয়ার তাপমাত্রা ইতিমধ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। আগামী চার-পাঁচ দিনে যা আরও ৪ ডিগ্রি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।