Breaking News

‘আমরা ভোটে একসঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি’, পাটনায় বৈঠকে জানালেন নীতিশ

পাটনা: নীতিশ কুমারের ডাকে পাটনায় বিজেপি বিরোধী বৈঠক চলছে। শুক্রবার মেগা বৈঠকে জেডিইউ নেতা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানিয়ে দিলেন, ভোটে একসঙ্গে লড়াইয়ের সিদ্ধান্ত হয়েছে। তবে এই মর্মে আরও একটি বৈঠক শীঘ্রই হবে বলে জানিয়েছেন তিনি।

পাখির চোখ চব্বিশের লোকসভা নির্বাচন। বিরোধী জোটে শান দিতে এদিন এক মঞ্চে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধি সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা। পাটনায় নীতিশ কুমারের বাড়িতে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে রয়েছেন বিরোধী নেতা-নেত্রীরা। বিরোধী জোটের এই মেগা বৈঠকে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়, এম কে স্ট্যালিন, অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত সিং মান, হেমন্ত সোরেন ও নীতিশ কুমার এই ছয় মুখ্যমন্ত্রী। এছাড়াও রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে, শারদ পাওয়ার, সহ আরও অনেকে।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে একজোট হচ্ছে বিজেপি বিরোধী দলগুলি। বিজেপিকে আটকানোর কৌশল ঠিক করতে পাটনায় বৈঠকে বসে বিরোধীরা। গতকাল রাতেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আপ নেতা ভগবন্ত মানকে সঙ্গে নিয়ে পাটনায় পৌঁছোন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কয়েক ঘণ্টা আগেই গতকাল বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে পাটনায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তাঁরা যান সার্কুলার রোডে বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বাংলোয়। মমতার সঙ্গে দেখা করার জন্য আরজেডি প্রধান লালুপ্রসাদ এবং তাঁর স্ত্রী তথা বিহারের মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী চলে এসেছিলেন ছেলের বাড়িতে। লালুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন মমতা, সঙ্গে অভিষেকও। সেখানে আগামী লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দেন মমতা

নীতিশের বৈঠকে যোগ দিতে এদিন সকালে পাটনায় পৌঁছোন কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরে তাঁদের স্বাগত জানাতে হাজির ছিলেন নীতিশ। বিমানবন্দর থেকে প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর সদাকত আশ্রমে যান তাঁরা। এরপর ১ অ্যানে মার্গে নীতিশের সরকারি বাসভবনে বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে যান তাঁরা। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি এবং ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও বৃহস্পতিবার রাতে পাটনায় পৌঁছেছিলেন। এদিন সকালে কন্যা সুপ্রিয়া সুলে এবং দলের নেতা প্রফুল পাটেলকে নিয়ে পাটনায় পৌঁছোন এনসিপি প্রধান শরদ পওয়ার। জেএমএম প্রধান তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (বালাসাহেব) প্রধান উদ্ধব ঠাকরে এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। তাঁরা সকলেই হাজির হন নীতিশের বাড়িতে।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Cattle smuggling case | কিশনগঞ্জে সক্রিয় গোরু পাচারচক্র, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ছবি

 কিশনগঞ্জ: কিশনগঞ্জে (Kishanganj) সক্রিয় গোরু পাচারচক্র (Cattle smuggling case)। বুধবার রাতে ঠাকুরগঞ্জের হাসপাতাল মোড়ের কাছে…

25 mins ago

Adrit-Kaushambi Marriage | লক্ষ্মীবারে চার হাত এক হচ্ছে আদৃত-কৌশাম্বীর, প্রকাশ্যে হবু বরের গায়ে হলুদের ছবি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। লক্ষ্মীবারে চার হাত এক হতে চলেছে ছোট পর্দার…

38 mins ago

HS Result 2024 | উচ্চমাধ্যমিকে হাতছাড়া স্টার, ‘মুখ দেখাতে পারছি না’ বলে ঘর ছাড়ল ছাত্রী!

বালুরঘাট: মাত্র ৬ নম্বরের জন্য উচ্চমাধ্যমিকে স্টার পাওয়া হয়নি। আশানুরুপ ফল না হওয়ায় বুধবার রেজাল্ট…

45 mins ago

HS Result 2024 | সংসারে অভাব নিত্যসঙ্গী, দরিদ্রতাকে জয় করে উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল গাজোলের দীপের

গাজোল: অষ্টম শ্রেণিতে পড়ার সময় মৃত্যু হয় বাবার। তারপর সংসারের হাল ধরেন বড় দিদি। টিউশন…

1 hour ago

Madrasa Result | দিনমজুরি করে সংসার চালান বাবা, আইএএস অফিসার হতে চায় দুঃস্থ পরিবারের মেধাবী সাবির

রাঙ্গালিবাজনা: পরিবারে আর্থিক অনটন নিত্যসঙ্গী। তবুও এবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষাপর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় ৮২ শতাংশ…

1 hour ago

Road Accident | বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, জখম ২১

মাথাভাঙ্গা: যাত্রীবাহী বাস ও মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জখম হয়েছেন ২১ জন। বৃহস্পতিবার মাথাভাঙ্গা শহরের…

2 hours ago

This website uses cookies.