উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সকলকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কীভাবে যে বছরটা চলে গেল, সেটাই বোঝা গেল গেল না। আমরা পা রাখলাম ২০২২-এ। নতুন বছরে আমাদের কামনা অবশ্যই করোনামুক্ত পৃথিবী। বছর শুরুর দিকে দেশে করোনার বাড়বাড়ন্ত, বঙ্গের রাজনৈতিক তরজা, বিধানসভা ভোট, টোকিও অলিম্পিকে নীরজ চোপড়ার সোনা জেতা, লখিমপুর খেরির ঘটনা, আফগানিস্তানে বন্দুকের জোরে তালিবানের ক্ষমতায় আসা, কৃষক আন্দোলনের জেরে তিনটি কৃষি আইন প্রত্যাহার করা, হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের প্রথম সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যু-যথেষ্ট ঘটনাবহুলই ছিল ২০২১। এদিকে, করোনার প্রকোপ এখনও কমেনি। উলটে হদিস মিলেছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রনের। এই পরিস্থিতিতে আমরা নতুন বছরে পা রেখেছি। তাই ২০২২-এ আমাদের সকলের কামনা করোনামুক্ত পৃথিবী। আশা রাখছি, নতুন বছরে সবাই আবার প্রাণভরে শ্বাস নিতে পারব। বন্ধ হবে সাম্প্রদায়িক-রাজনৈতিক হিংসা। প্রতিষ্ঠিত হবে শান্তি। নতুন বছর সকলের ভালো কাটুক, এই কামনা রইল।