গয়েরকাটাঃ প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রাতেও উঠল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার ন্যায়বিচার চেয়ে স্লোগান তুললেন মহিলারা। বানারহাট ব্লকের গয়েরকাটা সবুজ সংঘের মহিলা কর্মকর্তারা এভাবেই প্রতিবাদ জানালেন বিসর্জন ঘাটেও।
হাতে প্ল্যাকার্ড নিয়ে আরও একবার জানান দিলেন ডুয়ার্সের মানুষ উৎসবের সঙ্গে সমানভাবে ন্যায় বিচারের আন্দোলনেও রয়েছেন। সোমবার ছিল গয়েরকাটার দশমীর ঘাটে দ্বিতীয় দিনের বিসর্জনপর্ব। সেখানেই গয়েরকাটার সবুজ সংঘের মহিলারা হাতে পোস্টার নিয়ে আরজি কর কাণ্ডে নিগৃহীতার বিচারের দাবি জানানোর পাশাপাশি তাঁর আত্মার শান্তি কামনায় মোমবাতিও জ্বালান। লিম্পা সরকার নামে এক মহিলা বলেন, ‘আমরা তিলোত্তমার বিচার চাইছি। তাই এদিন ঘাটে সেই দাবিতে সরব হই।’
Gairkata | বিসর্জনের মিছিলেও ‘উই ওয়ান্ট জাস্টিস’, সরব গয়েরকাটার মহিলারা
শেষ আপডেট:
Categories
জলপাইগুড়ি