মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

G20 | ভারতে শীর্ষ ১% ধনীর সম্পদ বৃদ্ধি ৬২%! জি-২০ রিপোর্টে প্রকাশ বিশ্বব্যাপী বৈষম্যের চিত্র

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের শীর্ষ ১ শতাংশ ধনী ব্যক্তির সম্পদ বৃদ্ধি হয়েছে ৬২%। সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা জি-২০-র এক সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। তবে শুধু ভারতে নয়, বরং সারা বিশ্বজুড়েই দেখা মিলেছে এই বৈষম্যের।

নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিটজের (Joseph Stiglitz) নেতৃত্বে জি-২০ সমর্থিত এই নতুন রিপোর্ট বিশ্বজুড়ে সম্পত্তির মারাত্মক বৈষম্য নিয়ে এক বৈশ্বিক জরুরি অবস্থা’র (global emergency) হুঁশিয়ারি দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, এই চরম বৈষম্য এখন গণতান্ত্রিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা এবং জলবায়ু—সবকিছুকেই বিপন্ন করে তুলেছে। এই রিপোর্ট অনুযায়ী, গত দুই দশকে (২০০০-২০২৩) ভারতে সম্পদের কেন্দ্রীভবন দ্রুত গতিতে বেড়েছে। ভারতের শীর্ষ ১% ধনী এই সময়ে তাঁদের সম্পদের অংশ ৬২% বৃদ্ধি করেছেন। একই সময়ে চিনে এই বৃদ্ধি ছিল ৫৪%। অর্থাৎ, ভারতের ধনীদের সম্পদ বৃদ্ধির হার চিনকেও ছাড়িয়ে গেছে।

দক্ষিণ আফ্রিকায় জি-২০ প্রেসিডেন্সির দরুন তৈরি এই রিপোর্ট অনুযায়ী, ২০০০ সাল থেকে এ পর্যন্ত সৃষ্ট মোট সম্পদের ৪১% দখল করেছে বিশ্বের শীর্ষ ১% ধনী। অপরদিকে, বিশ্বের নিচের অর্ধাংশ পেয়েছে মাত্র ১%। বিশেষজ্ঞদের প্যানেল, যেখানে ভারতীয় অর্থনীতিবিদ জয়তী ঘোষও রয়েছেন, উল্লেখ করেছেন যে, যদিও অর্থনীতির বৃদ্ধির কারণে ভারত ও চিনের মতো দেশগুলোর মধ্যেকার বৈষম্য কিছুটা কমেছে, তবে অধিকাংশ দেশের অভ্যন্তরে বৈষম্য বেড়েছে ।

Share post:

Popular

More like this
Related

Bihar Election | বিহারে ক্ষমতায় এনডিএ না মহাগঠবন্ধন? বুথ ফেরত সমীক্ষায় মিলল বড় ইঙ্গিত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহার ভোটের (Bihar Election) ২...

Supreme Court | ‘এসআইআর নিয়ে কেন এত ভয় পাচ্ছেন?’ মামলাকারীদের বার্তা শীর্ষ আদালতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিহারে এসআইআর নিয়ে আগেই মামলা...

Partha Chatterjee | বাড়িতে পৌঁছতেই পার্থকে বরণ আত্মীয়দের, সত্যের জয় হবে বলে আশা প্রকাশ প্রাক্তন শিক্ষামন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২২ থেকে ২০২৫-এর নভেম্বর পর্যন্ত...

CM Mamata Banerjee | ১১০টি মোবাইল মেডিকেল ইউনিটের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, কী সুবিধে মিলবে এতে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের প্রত্যন্ত গ্রাম থেকে পাহাড়ি...