Must-Read News

Weather forecast | উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি, দক্ষিণেও বিক্ষিপ্ত বর্ষণ, পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী সাতদিন বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। রাজ্যজুড়েই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বর্ষণের যেমন পূর্বাভাস থাকলেও, উত্তরবঙ্গে রয়েছে অতিভারী বৃষ্টির পূর্বভাস। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ৪ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বুধবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার মূলত আংশিক মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সঙ্গে অনভূত হতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। এরপর বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার ও বৃহস্পতিবার দুই ২৪ পরগনা এবং নদিয়া জেলায় হতে পারে ভারী বৃষ্টি।

এদিকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই থাকছে সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা। সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই দিনাজপুরেও। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদাতেও। মঙ্গলবার দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

এদিকে কলকাতাতেও সোমবার থাকছে মেঘলা আকাশ। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতায়। কলকাতায় এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি কম। পাশাপশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি।

শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাই নয়, আরও বেশকিছু রাজ্যেও ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার মধ্যে থাকছে কোঙ্কন, গোয়া, মধ্যপ্রদেশ, গুজরাট, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ রাজস্থান এবং ওডিশা। এছাড়া অরুণাচল প্রদেশেও আগামী কয়েকদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সেক্ষেত্রে অরুণাচল ছাড়াও উত্তর পূর্ব ভারতের অসম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

NH 10 Landslide | একের পর এক ধস, চিন্তা বিকল্প পাহাড়ি পথেও

সানি সরকার, শিলিগুড়ি: কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি (Heavy Rain)। তার জেরে তিস্তায় জলস্ফীতি (Teesta River…

4 mins ago

Hathras Stampede | পদপিষ্ট হয়ে শতাধিক মৃত্যু, স্বঘোষিত ধর্মগুরুর আশ্রমে পুলিশের দল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের হাথরসে পদপিষ্ট (Hathras Stampede) হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১১৬ জনের।…

22 mins ago

Gangarampur | খাবারের গুণগত মান যাচাই করতে গঙ্গারামপুরে দোকান-রেস্তোরাঁয় অভিযান খাদ্য সুরক্ষা দপ্তরের

গঙ্গারামপুরঃ শহরে বিভিন্ন নামী রেস্তোরাঁ, মিষ্টির দোকান কিংবা বেনামি খাবারের দোকানে বিশেষ অভিযান চালিয়ে চক্ষুচড়কগাছ…

10 hours ago

Nagrakata | ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে আনন্দ দিতে সহায় সম্বলহীনদের সঙ্গে ৪০ তম বিবাহবার্ষিকী পালন করলেন স্বামী

নাগরাকাটাঃ ক্যান্সার আক্রান্ত স্ত্রী কে নিয়ে সহায় সম্বলহীনদের সঙ্গে নিজের ৪০ তম বিবাহবার্ষিকী উদযাপন করলেন…

10 hours ago

Stampede Death | ধর্মপ্রচারের জন্য গোয়েন্দার চাকরি ছাড়েন স্বঘোষিত ধর্মগুরু ভোলেবাবা, সৎসঙ্গে মৃত বেড়ে ১১৬

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের হাথরসের সিকান্দরারাউ এলাকায় চলছিল ‘সৎসঙ্গ’। সেই ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট (Stampede…

10 hours ago

Chopra Assault case | চোপড়ার বিধায়ক হামিদুলকে ফোন মুখ্যমন্ত্রীর, সালিশি সভা আটকাতে নির্দেশ

চোপড়া: চোপড়াকাণ্ডের জেরে বিধায়ক হামিদুল রহমানকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হামিদুল নিজে থেকে…

11 hours ago

This website uses cookies.