Top News

Weather Report | শীত বিদায়ের পথে ঘন কুয়াশার সতর্কতা, কোন কোন জেলায় বৃষ্টি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীত বিদায়ের আগে ঘন কুয়াশার সতর্কতা জারি রাজ্যের একাধিক জেলায়। রবিবার থেকে রাজ্যের আটটি জেলায় ঘন কুয়াশা পড়বে। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি চলবে একাধিক জেলায়। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। শুষ্ক থাকবে সব জেলার আবহাওয়া। তবে বুধবার কয়েকটি জেলায় বৃষ্টি হবে। সেদিন বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার একটি বা দুটি জায়গায় বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বাকি ১২টি জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সোমবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। তবে সোমবার উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র দার্জিলিঙে হালকা বৃষ্টি হবে। বুধবার উত্তরবঙ্গের সব জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে কোথাও সতর্কতা জারি করা হয়নি।  রবিবার ও সোমবার উত্তরবঙ্গের সব জেলার কয়েকটি অংশে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি মানের কুয়াশা পড়বে।

এদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তবে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে আরও দিনতিনেক শীতের ভাব থাকবে বলে খবর। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, নদিয়া জেলায় সোমবার থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় কিছু কিছু অঞ্চল বিশেষ সকলের দিকে কুয়াশার প্রভাব থাকতে পারে। কোনও জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সারাদিন শীতের সেরকম প্রভাব না থাকলেও রাতের দিকে হালকা ঠান্ডার কিছুটা প্রভাব থাকছে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য থাকছে অনেকটাই। তবে আগামী সপ্তাহ থেকেই গোটা বাংলায় আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাপমাত্রার পারদ অনেকটাই বাড়বে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলায়।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Deputation | ‘বন্দি কৃষকদের মুক্তি চাই’, জেলা শাসককে স্মারকলিপি গ্রামবাসীর

মালদা: তৃতীয় দফার নির্বাচনের দিন রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রাধাকান্তপুর। পুলিশের লাঠিচার্জে আহত হয়েছিল বেশ কয়েকজন…

10 mins ago

Siliguri | অস্বাভাবিক মৃত্যু তৃণমূল নেতার ভাইয়ের, ঝুলন্ত দেহ উদ্ধার হল গোডাউন থেকে

শিলিগুড়িঃ তৃণমূল নেতার ভাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়াল চম্পাসারি এলাকায়। এদিন সকালে…

14 mins ago

Balurghat | অর্ধেক জীবন পার সংশোধনাগারে, মুক্তি পেয়ে নতুন জীবন শুরু গুরুপদর

বালুরঘাট: জীবনের অর্ধেকটা সময় কেটে গিয়েছে সংশোধনাগারের ভেতরে। ২৮ বছর পর মুক্তি পেয়ে জীবনের দ্বিতীয়…

25 mins ago

NBSTC | ৪ জুন সরকার বদলালেই এনজেপি স্টেশনে ঢুকবে এনবিএসটিসির বাস, আশাবাদী গৌতম

শিলিগুড়ি: ৪ জুনের পর কেন্দ্রে সরকার বদলে যাবে, তখনই নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে এনবিএসটিসির বাস…

27 mins ago

Snakes fight | কিংকোবরার ছোবলে কুপোকাত অজগর, দুই সাপের লড়াইয়ের সাক্ষী থাকল দক্ষিণ ধুপঝোরা

চালসাঃ কিংকোবরার সঙ্গে অজগরের লড়াই। লড়াইয়ে শেষমেশ কিংকোবরার কাছে পরাস্ত হল অজগর। বুধবার এমনই ঘটনার…

48 mins ago

ভোটকর্মী রাজকুমার রায়ের মৃত্যুবার্ষিকী পালন, নেওয়া হল গণতান্ত্রিক অধিকার রক্ষার শপথ

রায়গঞ্জ: ২০১৮ সালের ১৫ মে পঞ্চায়েত ভোটের দিন শিক্ষক তথা ভোটকর্মী রাজকুমার রায়ের রক্তাক্ত দেহের…

1 hour ago

This website uses cookies.