উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিন দুপুরে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টায় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি জেলার কিছু অংশে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। তারপরই বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে। যার ফলে কমবে তাপমাত্রা।
বুধবার থেকে রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই আগামী ২৩ এবং ২৪ তারিখ ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টি হবে। দু’এক জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। ২৫ মে শিলাবৃষ্টি হবে না। আবার ২৬ থেকে ২৭ তারিখ ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মূলত দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।