উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বছর শেষে কার্যত উধাও শীত। চলতি বছরে কলকাতা-সহ বাংলায় আর জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বড়দিনের মতোই বর্ষবরণেও হালকা শীতের আমেজ থাকবে। তবে বর্ষশেষে হাড়কাঁপানো শীতের আর দেখা পাওয়ার সম্ভাবনা নেই। সকাল, সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় কার্যত উধাও ঠান্ডা।
তবে নতুন বছরে জানুয়ারির প্রথম সপ্তাহে ফের ১৫ ডিগ্রির নীচে নামতে পারে কলকাতার পারদ। আগামী মঙ্গলবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ৩০ ডিসেম্বর নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে। বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার ফলে পূবালি হাওয়ার দাপট বাড়ছে। কমেছে উত্তর-পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব। তাই বর্ষশেষে আর জাঁকিয়ে শীতর সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন একইরকম থাকবে তাপমাত্রা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। বেলা বাড়লে কুয়াশার দাপট কমবে। বাড়বে তাপমাত্রা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিংয়ে রবিবার থেকে বুধবারের মধ্যে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।