কলকাতা: শনিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। পাশাপাশি এদিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপের জোড়া ফলার ফলে এই বৃষ্টিপাত। পারদের ওঠানামা অব্যাহত থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে হতে পারে তুষারপাত। পাহাড়ি এলাকায় ধস নামতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, রবি ও সোমবার বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।