শিলিগুড়ি : শিয়রে কী ফের দুর্যোগ, উত্তরের আকাশে নতুন করে মেঘ জমতে শুরু করায় এই প্রশ্ন উঠছে। বুধবার যে বিক্ষিপ্তভাবে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। যে কারণে বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের ক্ষেত্রে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই তিনটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা বলা হয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে সংশ্লিষ্ট জেলাগুলিকে। দিনের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বাতাসে জলীয় বাষ্প থাকায় বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান আবহাওয়া দপ্তরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা। মঙ্গলবার দার্জিলিং পাহাড় সহ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। ধস নামায় পাঙ্খাবাড়ি রাস্তায় সাময়িক যান চলাচল বন্ধ থাকে এদিন। রোদ ওঠায় পাহাড়ি এলাকায় নতুন করে ধস নামার আশঙ্কাও বাড়ছে। যে কারণে দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনের তরফে ধসপ্রবণ এলাকাগুলিতে নজরদারি রাখা হচ্ছে।

