উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এর প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সবক’টি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। আবহাওয়া (Weather Update) নিয়ে কী আপডেট দিল আবহাওয়া দপ্তর?
উত্তরবঙ্গের (North Bengal Weather Update) উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টি চলবে সোমবার থেকে বুধবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain) কয়েক পশলা হবে সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়বে।
অন্যদিকে, টানা দুর্যোগের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) একাধিক জেলায়। মুষলধারে বৃষ্টি হতে পারে কলকাতাতেও। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। এছাড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও এদিন পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। বাংলা ও ওডিশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি রয়েছে।